বিনোদন

প্রেম করছেন দিতিপ্রিয়া? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী

সম্প্রতি ছক ভাঙ্গা নিয়ম থেকে বেরিয়ে নিত্যনতুন ছবি করে তাক লাগাচ্ছেন দিতিপ্রিয়া রায়। তার অভিনয় দক্ষতা দিনে দিনে আরো মজবুত হচ্ছে। প্রশংসা করেছেন দর্শকদের। এবার প্রেম করছেন অভিনেত্রী। নিজেই জানালেন সেই কথা।

বৃহস্পতিবার জন্মদিন ছিল অভিনেত্রীর। ২১ বছরে পা দিলেন দিতিপ্রিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয় তিনি প্রেম করছেন নাকি। উত্তরে তিনি জানান, “হ্যাঁ করছি তো, ক্যারিয়ারের সঙ্গে। আমি দায়িত্ব নেওয়ার জায়গায় আসিনি। প্রেম করলে দায়িত্ব নিয়েই করব। যেদিন মনে হবে দায়িত্বটা নিতে পারব। সেদিনই প্রেম করব”।

প্রসঙ্গত, সুহোত্র মুখোপাধ্যায় এবং দিব্যজ্যোতি দত্তের মতো অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল দিতিপ্রয়ার। যদিও তিনি বারবার তাদের বন্ধুই বলে গিয়েছেন। এখনো বন্ধুত্ব রয়েছে তাদের।

তবে এত কাজের চাপের মাঝেও বেশ ঘুরতে পছন্দ করেন অভিনেত্রী। তাই মাঝেমধ্যেই সুযোগ পেলে কাছে পিঠে কিংবা দূরে বেরিয়ে পড়েন ঘুরতে। এবারেও তেমনি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন। কিছুদিন আগেই ছুটি কাটাতে টাকি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানের নানা ধরনের ছবিই পোস্ট করছেন তিনি। তেমনই কয়েকটি ছবি পোস্টের পরেই শোরগোল নেটপাড়ায়।ডেনিম হটপ্যান্ট ও নীল স্লিভলেস টিশার্টে একান্তে সময় কাটাতে দেখা যায় দিতিপ্রিয়াকে।

Back to top button