দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে শ্রাবন্তী! ইন্ডিপেন্ডেন্ট জীবনের গল্প বলবে ‘ডিয়ার ডি ‘

Avatar

Published on:

দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে শ্রাবন্তী! ইন্ডিপেন্ডেন্ট জীবনের গল্প বলবে 'ডিয়ার ডি '

দুই ইন্ডিপেন্ডেন্ট মা মেয়ের গল্প বলবে ‘ডিয়ার ডি’। আসছে নতুন বাংলা ছবি। মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে। পরিচালক রবিন নম্বিয়া। এসকে মুভিজের প্রযোজনায় আসছে নতুন ছবি ।

জানা গিয়েছে, এই সিনেমার শুটিং হয়েছিল অনেক আগেই। ২০২২ সাল নাগাদ শুটিং সাড়া হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেই করোনা চলে আসায় ছবির মুক্তি আটকে যায়। এছাড়াও অন্যান্য সমস্যাও দেখা দেয়। যার জেরে পিছিয়ে যায় ছবির মুক্তি। কিন্তু এখন সেই জটিলতা কেটেছে। তাই খুব শীঘ্রই মুক্তি নিয়ে ভাবছেন নির্মাতারা।

   
 ⁠

সিনেমায় দেখা যাবে, পরিস্থিতির চাপে পড়েই এই বাংলার হাজারো মা মেয়ের মতো তাঁদের জীবনও লণ্ডভণ্ড হয়ে যাবে শ্রাবন্তী ও দিতিপ্রিয়ার জীবন। কিন্তু সব সামলে, তাঁরা লড়াই করে নিজেদের জীবনে বাঁচার তাগিদে। খুঁজে নেয় জীবনের রসদ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ক্রুশল আহুজা। এই ছবি দিয়েই বড় পর্দায় ডেব্যু হতে চলেছে তাঁর।

  
 ⁠

টলিউডের এখন অন্যতম ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী। একের পর এক ছবির কাজে ব্যস্ত তিনি। খুব শিগগিরিই তাঁকে দেখা যাবে ‘দেবী চৌধুরানী’র চরিত্রে। ‘দেবী’ বলেও রাহুল মুখোপাধ্যায়ের একটি ওয়েবে তাঁকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। অপরদিকে দিতিপ্রিয়াও ব্যস্ত ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে।