রিলের ঝগড়া এবার কি রিয়েলেও? সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো দিব্যজ্যোতি-স্বস্তিকার

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। সূর্যকে বাঁচিয়েছে দীপা। এরপরেই দিপাকে সিঁদুর পরিয়ে দিয়েছে সূর্য। সিরিয়ালের প্লট তো ঠিকই আছে। কিন্তু বদলে যাচ্ছে সূর্য ও দিপার রিয়েল লাইফের বন্ধুত্বের সমীকরন। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে অনফলো করেছেন।
টিআরপি তালিকায় টানা শীর্ষে রয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। সূর্য এবং দীপার রসায়ন দারুন উপভোগ করছেন দর্শকরা। এদিকে এখন রিল লাইফেও সূর্য দীপার সম্পর্কে টানাপোড়েন চলছে। আর সেই একই ছবি দেখা যাচ্ছে তাদের রিয়েল লাইফেও।
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিলেন বাস্তবের দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। কিন্তু হঠাৎ কি হলো তাদের? জুন মাসেই একবার খবর রটেছিল যে তাদের সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা অভিনেত্রী উভয়েই।
এমনকি গুজব রটেছিল তাঁরা প্রেম করছেন বলে। যদিও এই বিষয়টাকে কখনও গুরুত্ব দেননি কেউই। এখন পর্দায় তাঁদের সম্পর্কের টালমাটাল দর্শকরা উপভোগ করলেও রিয়েলে দিব্যজ্যোতি-স্বস্তিকার সম্পর্কের অবনতি মোটেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।