রাস্তায় হঠাৎ কুকুরের তাড়া! কেন সাইকেল আরোহী দেখলেই ধেয়ে আসে কুকুর?কারণ জানলে চমকে যাবেন

Avatar

Published on:

রাস্তায় হঠাৎ কুকুরের তাড়া! কেন সাইকেল আরোহী দেখলেই ধেয়ে আসে কুকুর?কারণ জানলে চমকে যাবেন

বহু সময় দেখা যায় সাইকেল কিংবা বাইকের পিছনে তাড়া করছে কুকুর। এমন ভাবে হিংস্র হয়ে এই সারমেয় তাড়া করে যাতে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু এই কুকুরের তাড়া করার পেছনে রয়েছে এক অজানা কাহিনী। যা জানলে চমকে যাবেন একেবারেই।

আমরা প্রায়ই দেখতে পাই কোন কারণ ছাড়াই পথকুকুর সাইকেল বাইক কিংবা অন্যান্য গাড়ির পিছনে ধাওয়া করছে। বিশেষ করে রাতের দিকে এই ঘটনা আকছার ঘটে থাকে। এতে কেউ কেউ থমকে দাঁড়িয়ে পড়েন। আবার কেউ প্রাণপণে ছুট লাগান। কিন্তু ঠিক কি কারনে পথকুকুররা তাড়া করে সে বিষয়ে জানলে একেবারেই চোখ কপালে উঠবে।

   
 ⁠

কোন শত্রুতা থেকে কিন্তু এই কুকুররা তাড়া করে না। বরং গাড়ির গন্ধের জন্যই কুকুররা তাড়া করে। কুকুরদের ঘ্রাণ শক্তি খুব প্রখর। এছাড়াও তাদের মধ্যে একটি স্বভাব রয়েছে টায়ার এর মধ্যে প্রস্রাব করে দেওয়ার। তাই গাড়ি চালিয়ে যাওয়ার সময় টায়ার থেকে তারা অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ পেলেই তাড়া করতে থাকে।

  
 ⁠

জানা গিয়েছে, গাড়ি চালিয়ে যাওয়ার সময় যেহেতু তাদের ঘ্রাণ শক্তি প্রচন্ড প্রবল হয় এই টায়ার থেকে অন্য কুকুরের প্রস্তাবের গন্ধ পেলেই তাড়া করতে থাকে সারমেয়রা। এতে অনেকেই নার্ভাস হয়ে যান। এমনকি অনেক সময় বেশ কিছু কুকুর কামড়েও দেয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই সময় নার্ভাস না হওয়াই বুদ্ধিমানের কাজ।