বিনোদন

পুজো মানেই ছোটবেলার স্মৃতি, আভিজাত্য, বাড়ির পুজো! এবারের পুজো কেমন কাটাবেন জানালেন বিশ্বনাথ বসু

দুর্গাপূজা মানেই একটা নস্টালজিয়া। বিশেষ করে যারা এখন বড় হয়ে গিয়েছেন তাদের কাছে দুর্গাপূজা মানে ছোটবেলার স্মৃতি হাতরে বাড়ানো আর সুযোগ পেলেই ছোটবেলার স্মৃতিতেই ঢু মারা। এর মধ্যে যদি কারোর বাড়িতে পুজো হয় তাহলে তো তা উপরি পাওনা। তেমনি নিজের পুজোর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা বিশ্বনাথ বসু।

এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, পুজো মানেই তার কাছে ছোটবেলা, গ্রামের বাড়িতে যাওয়া এবং আভিজাত্য। অভিনেতা জানান সপ্তমী থেকে তারা মালতীপুরে গ্রামের বাড়িতে চলে যান। পূজোর বাকি দিনগুলো সেখানেই কাটান পরিবারের সঙ্গে।

বিশ্বনাথ আরো বলেন, “সবাই মিলে একসঙ্গে মাটিতে বসে খাওয়া হয়। আমার পুজোর সূচি অনুসারেই দিন শুরু হয়। ভোরে উঠে পুকুরে স্নান করেই চলে যাই দালানে। জোড় পরি। সারাদিন ওখানেই পুজোর কাজ। সবার সঙ্গে গল্প আড্ডা চলে। দুপুরে খেতে যাই ওপরে, তারপরেই ফিরে আসি আবার। সন্ধেটাও কাটে পুজোর দালানেই”। তিনি যোগ করেন, “আমাদের বাড়িতে রোজই ফল-মিষ্টি-প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়। এছাড়াও রোজ নিরামিষ ভোগ হয়। তার ব্যবস্থা এক্কেবারে আলাদা”।

বিশ্বনাথ বসুর গ্রামের বাড়ির পুজোতে কলকাতা থেকে কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার, রাহুল এরা প্রত্যেকেই যান বলেও জানান অভিনেতা। এছাড়াও তার অনেক বন্ধুই পুজোয় তাদের গ্রামের বাড়িতে গিয়ে ছুটি কাটান বলে জানিয়েছেন তিনি। অপরদিকে পুজো হবে এদিকে শপিং হবে না তা তো কখনো হয় না। তবে এই পুজোর শপিংয়ের পুরো দায়িত্বটাই পালন করেন বিশ্বনাথ বাবুর স্ত্রী। বাড়ির সকলের জন্য তিনিই দায়িত্ব নিয়ে জামা কাপড় কিনে থাকেন।

Back to top button