লাইফস্টাইল

এবছরে দেবী দুর্গার আগমন ও গমন কীসে? এর ফলাফল কী হতে পারে! জানুন দুর্গাপুজোর নির্ঘণ্ট

এবছরে দেবী দুর্গার আগমন ও গমন কীসে? এর ফলাফল কী হতে পারে! জানুন দুর্গাপুজোর নির্ঘণ্ট । দুর্গা পূজা হলো বাঙালির প্রাণের উৎসব। প্রত্যেকটা মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনগুলোর। আর রথের পর থেকেই প্রায় দুর্গাপুজোর ঘন্টা বেজে যায়। সময় যত এগিয়ে আসে, উত্তেজনা বাড়তে থাকে। তারপর কয়েকটা দিন আবেগে ভাসতে থাকে বাঙালি। খুঁটিপুজো মানেই বাঙালির এই উৎসবের সূচনা হয়ে যাওয়া। এছাড়াও দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও শুভ বার্তা দিচ্ছে না। এই সময় ছত্রভঙ্গ পরিস্থিতি হওয়ার ইঙ্গিত রয়েছে। এখন জেনে নিন এই বছরের পূজার নির্ঘন্ট। কবে হবে মহালয়া ও পূজা-

এবার মহালয়া হবে ১৪ অক্টোবর বাংলার ২৬ শ্রাবণ।
দুর্গাপুজো ২০২৩-এর বিস্তারিত নির্ঘণ্ট দেখে নিন-
মহাষষ্ঠী হবে ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী – ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো হবে – সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।

সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)
মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।

Back to top button