বরের স্বপ্নাদেশ মত দুর্গাপুজো করলেন অভিষেক পত্নী সংযুক্তা! রইল অদেখা ছবি

দেখতে দেখতে এক বছরের বেশি হয়ে গেছে অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর। একদিন সকালে আচমকাই মৃত্যু সংবাদ আসে অভিনেতার। শোকের ছায়া নেমে আসে টলি জগৎ সহ তাঁর পরিবারে। তার মৃত্যুর পর বন্ধ ছিল বাড়িতে দুর্গাপুজো। কিন্তু এই বছর তার বাড়িতে পুজো হল। গোটা পুজোর দায়িত্ব পালন করলেন তাঁর স্ত্রী সংযুক্তা।

গত বছর পুজো বন্ধ ছিল অভিষেকের বাড়িতে। মেয়ে ডলকে নিয়ে কলকাতার বাইরে চলে গিয়েছিলেন তিনি। তবে এবার একার কাঁধেই সবটা দায়িত্ব তুলে নিয়েছিলেন অভিষেক-পত্নী। আবার বেশ বড় করেই পুজো হল চট্টোপাধ্যায় বাড়িতে।

অভিনেতা তার স্ত্রীকে স্বপ্নাদেশ দিয়ে জানিয়েছিলেন পুজো করতে। তিনি সব সময় তার পাশে রয়েছেন। সেই মনের জোর থেকেই এবারে একা হাতেই সব দায়িত্ব পালন করলেন সংযুক্তা দেবী।নিজেদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে একচালার ছোট্ট প্রতিমা এনে দুর্গাপুজোর আয়োজন করেন সংযুক্তা৷

পুজো প্রসঙ্গে তিনি বলেন, “গত বছর মনটা একেবারে ভালো ছিল না। আসলে তখনও মেনে নিতে পারিনি। পরে বুঝলাম অভি তো আমাদের ছেড়ে কোথাও যায়নি। ও আমাদের সঙ্গেই আছে। ফেসবুকে একটি মেয়েকে দেখেছিলাম সুন্দর-সুন্দর মূর্তির ছবি পোস্ট করতে। জানিয়েছিল ওর বাবা বানান। ওখানেই অর্ডার করেছি। মায়ের জন্য শাড়ি কিনেছি। নিজের জন্যও শাড়ি কিনেছি। ডলের লেহেঙ্গা পরার শখ হয়েছে। ওকে কয়েকটা লেহেঙ্গা চোলি কিনে দিয়েছি। আমি জানি সব পরিকল্পনাতেই আমার পাশে অভি রয়েছে”।

প্রসঙ্গত, রিয়েলিটি শোর শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে মারা যান অভিষেক চট্টোপাধ্যায়। এরপর থেকে নিজের মেয়ে ও সংসারকে একা হাতেই সামলাচ্ছেন সংযুক্তা দেবী। তিনি বারবারই বলে এসেছেন, শক্ত রয়েছেন তিনি। অভিনেতার স্ত্রীর কথায়, অভিষেক চ্যাটার্জী এখনো তাকে সমস্ত রকম বিষয় গাইড করে দেন আর সেই মতোই চলেন তিনি। এখন তাদের লক্ষ্য তাদের মেয়ে ডলকে মানুষের মত মানুষ করে তোলা।