একদিকে যখন আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। ঠিক তখনই দিনে দুপুরে হেনস্থার শিকার হলেন দুর্নিবার ও তাঁর স্ত্রী মোহর। এই গোটা ঘটনায় হতচকিত গায়ক। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে পুরো বিষয়টি জানিয়েছেন।
জানা গিয়েছে, এদিন সকালে ৯৯ নম্বর ওয়ার্ড, নেতাজীনগর থানা এলাকায় নিজেদের সারমেয়কে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। তখনই কিছু লোক রাস্তা আটকে কাজ করছিলেন। কিন্তু রাস্তায় কোনও নোটিশ বোর্ড লাগানো ছিল না। তাদের একটু সরে যেতে বললেও তাঁরা সরেননি। উপরন্তু তাঁদের দিকে তেড়ে আসেন বলেই অভিযোগ।
নিজের গলায় আঘাতের চিহ্ন দেখিয়ে দুর্নিবার জানান, “আমি ওদের সঙ্গে কথা বলার জন্য গাড়ি থেকে নামতে বাধ্য হই। আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমার গলা চেপে ধরে (গলার দাগ দেখিয়ে)। আমার গলায় ভীষণ ব্যাথা, এখনও ঢোঁক গিলতে পারছি না। আমার হাতেও দাগ দেখতে পাবেন। নিজে বাঁচতে আমিও হামলাকারীদের একজনের গলা ধরি। তখন ওঁরা ৩-৪জন মিলে টেনে হিঁচড়ে রাস্তার উল্টোদিকে নিয়ে যান। মোহর তখনও নামেনি, ও বেগতিক দেখে নামে। ও যখন নামে তখনও আমার একজন গলা চেপে ধরে আছে, হাত ধরে আছে। যাতে আমার নিশ্বাস বন্ধ হয়ে যায়”।
ঘটনাস্থলে থাকা একজন মহিলা মোহরকেও ধাক্কা দেয় বলে অভিযোগ করেন তিনি। গায়ক যোগ করেন, ” শারীরিকভাবে খুব বেশি ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে বিধ্বস্ত। আমি সকলকে অনুরোধ করব, যাঁদের চোখে মুখে অশিক্ষার ছাপ আছে, তাঁদের থেকে দূরে থাকবেন”। তবে মোহর ধন্যবাদ জানিয়েছেন বেশ কিছু মানুষকে। বলেন, “কিছু ভালো মানুষ হয়ত আছে। এক ভদ্রলোক, আমাকে দেখে কাঁদতে শুরু করেছিলেন। বলেন, মা তুমি গাড়িতে গিয়ে বসো, চতুর্দিকে যা হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে, তুমি প্লিজ গাড়িতে বসো”।