প্রসেনজিতের কোলে উঠে বাবার গান শুনছে ছোট্ট ধিয়ান! জমজমাট দুর্নিবার-মোহরের ছেলের অন্নপ্রাশন

Avatar

Published on:

প্রসেনজিতের কোলে উঠে বাবার গান শুনছে ছোট্ট ধিয়ান! জমজমাট দুর্নিবার-মোহরের ছেলের অন্নপ্রাশন

দেখতে দেখতে পাঁচ মাস পেরিয়েছে দুর্নিবার ও মোহরের ছেলের। নিয়ম মেনে হল অন্নপ্রাশন। রবিবার মুখেভাতের অনুষ্ঠান হয়েছিল ঘরোয়া ভাবে। পরে ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন সেলিব্রেট করলেন মোহর-দুর্নিবার। সেখানেই প্রসেনজিৎ-ধিয়ানের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

একাধিক ছবি পোস্ট করেছেন গায়ক। দেখা যাচ্ছে, ধুতি পাঞ্জাবিতে বাঙালিয়ানায় সেজে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এসেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, রিচা শর্মারাও। একডালিয়ার এক ব্যাঙ্কোয়েট হলে বসেছিল আসর। ছোট্ট ধিয়ানও সেজেছিল ধুতি-পাঞ্জাবিতে। কিন্তু পরে সাদা প্রিন্টেট গেঞ্জিতে আর হাফ প্যান্ট পড়েছিল সে।

   
 ⁠

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রসেনজিতের কোলে উঠে মন দিয়ে গান শুনছে সে বাবার। লাল পেড়ে ঘি রঙা শাড়ি পড়েছিলেন ঐন্দ্রিলা। দুর্নিবার তার ছেলের সঙ্গে রঙ মিলান্তি পোশাকে সেজেছিল।

  
 ⁠

দিন কয়েক আগেই ছেলের নতুন ছবি শেয়ার করেছিলেন গায়ক। ধুতি পাঞ্জাবি পরে রীতিমত বাঙালিবাবু সে। সঙ্গে লিখেছিলেন জীবনমুখী বার্তা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

দুর্নিবার ক্যাপশনে লিখেছিলেন, “অন্ধকার তো সবাই চেনে, তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস।তুই শুধু ‘তুই’ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান”।

ছেলের জন্মের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করেন দুর্নিবার। সেখানে লেখা, আমরা কখনোই জানতাম না কিছু কান্না এইভাবে আনন্দের কারণ হতে পারে। এরপরেই তিনি জানান, তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গায়কের এই কার্ড পোস্ট হতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল।