সুখবর দিলেন দুর্নিবার! বিয়ের আট মাসের মাথাতেই আসছে নতুন অতিথি

প্রথম বিবাহ বিচ্ছেদের পর চলতি মাসের ৯ তারিখ ধুমধাম করে ফের দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনকে বিয়ে করেছেন তিনি। আর এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয়েছিল নেটিজেনদের কটাক্ষ। এবার বিয়ের আট মাসের মাথাতেই সুখবর দিলেন গায়ক। বাবা হতে চলেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন।
প্রথম বিয়ের বিচ্ছেদের পর মোহরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, দুর্নিবারের। এই সম্পর্ক নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। তবে সেই সমস্ত সম্পর্ককে পাত্তা না দিয়ে অবশেষে শুভ পরিণয় সম্পন্ন করছেন এই জুটি।
আরও পড়ুন: ফুড ব্লগার হবে না কি, কাজকর্ম কিছু নেই আর? এই ভিডিও পোস্ট করতেই নেটদুনিয়ায় তুমুল ট্রোলড সুদীপা
ফেসবুক পোস্টে এই সুখবর জানিয়েছেন গায়ক। তিনি একটি কার্ড পোস্ট করে তাতে লিখেছেন,- “আমরা খুব উত্তেজনার সঙ্গে জানাচ্ছি যে, একটা ছোট্ট চমৎকার আসছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘুমোতে ঘুমোতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আর এবার সেটাই করব, যেটা আমরা চেয়ে এসেছি”। সঙ্গে ক্যাপশনে লেখা, “শুভ মাতৃপক্ষ”।
আরও পড়ুন: ছোট পর্দায় কাজ করতে উৎসাহী ছিলেন না রচনা! কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী?
প্রায় এক বছর প্রেম করেছেন দুর্নিবার সাহা ও মোহর সেন। তাঁদের প্রেম নিয়ে গুঞ্জনও উঠেছে বিস্তর। ২০২১ সালের ডিসেম্বরে শহরের একটি রেস্তরাঁয় মোহরের সঙ্গে প্রথম দেখা। তারপর কাজের সূত্রে বন্ধুত্ব ও প্রেম। ২০২২ সালে প্রসেনজিতের সহকারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্নিবার।মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় মোহরের সঙ্গে সম্পর্কের কথা জানান দুর্নিবার।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02dS8Bh9hh76XzDbTv8UPma556MCSQia97efyAUYrZ2eEJxeWneZvHgKg3bjGfpUZil&id=1299687389&mibextid=Nif5oz