শীতের পোশাক-কম্বলে স্যাঁতস্যাঁতে গন্ধ? এই উপায়ে মুহূর্তেই করুন সমস্যার সমাধান

Published on:

শীতের পোশাক-কম্বলে স্যাঁতস্যাঁতে গন্ধ? এই উপায়ে মুহূর্তেই করুন সমস্যার সমাধান

শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। হালকা পাতলা সোয়েটার, শীতের পোশাক বার করতে হচ্ছে ইতিমধ্যেই। কিন্তু অনেকদিন পর এই শীতের পোশাক বের হচ্ছে যেহেতু তাই এই পোশাক থেকে একটা ভ্যাপসা বন্ধ বেরোয়। কিভাবে এই গন্ধ দূর করবেন? রইলো টিপস।

প্রায় বছরখানেক পর যেহেতু জামা কাপড় বের করা হয়, তাই ভ্যাপসা গন্ধ বেরোনো খুব স্বাভাবিক। তাই প্রথমেই এই জামা কাপড় বের করে আগে রোদে দিতে হবে। অনেকদিন ধরে তুলে রাখার ফলে জামায় ব্যাকটেরিয়া হতে পারে। তাই শিশুদের ক্ষেত্রে পড়ানোর আগে ভালো করে রোদে দিয়ে করকরে করে নিতে হবে।

   
 ⁠

এরপর সোয়েটার পড়ার আগে একবার ধুয়ে নিলে খুব ভালো হয়। সেক্ষেত্রে বাজারে যে সমস্ত ডিটারজেন্ট পাওয়া যায় সেগুলো দিয়ে ধোয়া দেওয়া যেতে পারে। এছাড়াও শীতের পোশাক ধোয়ার সময় ভিনেগার ব্যবহার করতে পারেন। এতে পোশাক একদম ঝকঝকে হবে।

  
 ⁠

এছাড়াও শীতের সবথেকে প্রয়োজনীয় জিনিস কম্বল। অতিরিক্ত ভারী হওয়ার কারণে এই কম্বল ধোয়া সব সময় সম্ভব হয় না। তাই কম্বলে সবসময় কভার করিয়ে রাখা সুবিধা জনক। এর ফলে কম্বল রোদে দিয়ে স্যাঁতস্যাঁতে ভাব দূর করে নিয়ে কভার কেচে ফেললেই সমস্যার সমাধান হয়।