সিরিয়াল

শেষ বারের মত! হঠাৎ কেন এমন বললেন অনিন্দিতা? তবে কি শেষের পথে এক্কা দোক্কা?

তবে কি শেষের পথে আরও এক জনপ্রিয় মেগা সিরিয়াল। মাত্র একবছর দু মাস চলেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। তার বদলে নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। এর মধ্যেই ইনস্টাগ্রামে ‘ওয়ান লাস্ট টাইম’ অর্থাত্‍ ‘শেষ বারের মতো’ ক‍্যাপশনে লিখে সিরিয়ালের সেট থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরি। যা ঘিরে বেড়েছে আরও জল্পনা।

স্টার জলসায় একবছর দু মাস আগে শুরু হয়েছিল এক্কা দোক্কা ধারাবাহিক। দুই ডাক্তারি পড়ুয়ার টক্কর আর প্রেম নিয়ে শুরু হয়েছিল ম্যাজিক মোমেন্টসের এই মেগা। তবে গল্পের মোড় এমনভাবে বাঁক নেয় যে দিনে দিনে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। কিন্তু তেমন ভাবে দর্শকদের মনে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক।

কিছুদিন আগেই গল্পে নতুন মোড় এসেছে। এন্ট্রি হয়েছে নতুন হিরোর।লিড জুটির ভুল বোঝাবুঝি না মিটিয়ে আচমকাই প্রতীক সেনকে নিয়ে আসা হয়। পোখরাজকে সাইডে করে অনির্বাণই হয়ে ওঠে অঘোষিত নায়ক। কিন্তু গল্প ঘুরতে না ঘুরতেই নাকি সিরিয়াল বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে অন্দরের খবর, তেমন টিআরপি না থাকায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এই টাইম স্লটেই নতুন ধারাবাহিকের প্রোমো দেখানো শুরু হয়েছে। ২৫ সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে রাত্রি ৯ টার স্লটে আসছে অপরাজিতা আর অনুষার গল্প ‘জল থই থই ভালোবাসা’

Back to top button