গসিপ

ঈশ্বর দর্শন করতে গেছেন নাকি সাজ দেখাতে? সিদ্ধি বিনায়কের মন্দিরে ছবি ভাইরাল হতেই তুলোধোনা একতা কাপুরকে

শোভা কাপুর এবং জিতেন্দ্রের কন্যা, একতা প্রযোজনা ব্যানার বালাজি টেলিফিল্মসের কর্ণধার, একতা কাপুর। বলিউডের সফল পরিচালক, প্রযোজক। এবার এই একতা কাপুরই চরম ট্রোলের স্বীকার হলেন সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কটাক্ষের মুখে তিনি।

সম্প্রতি সিদ্ধি বিনায়কের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। বিতর্ক সেখানে নয়। বিতর্ক তৈরি হয়েছে তার পোশাক নিয়ে। দেখা গিয়েছে একটি লম্বা হাতা লাল জ্যাকেট ও কালো রঙের শর্টস পড়ে মন্দিরে গিয়েছেন তিনি। আর তখনই পাপারাৎজিদের নজরবন্দী হন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠল।

দেখা যাচ্ছে, পাপারাৎজিদের একতা কাপুর অনুরোধ করছেন ছবি না তোলার জন্য। তিনি জানান তাড়াহুড়োর মধ্যে আছেন। কিন্তু সেই ভিডিও করা হয়। আর ওই ভিডিও ভাইরাল হতেই তুমুল কটাক্ষ সোশ্যাল মিডিয়া জুড়ে। একজন লিখেছেন, ‘ঈশ্বর দর্শন করতে গিয়েছেন নাকি নিজের সাজ দেখাতে গিয়েছেন? অত্যন্ত হতাশার’। কেউ আবার লিখেছেন, ‘মন্দিরে গিয়েছেন নাকি মর্নিং ওয়াক করতে গিয়েছেন’।

প্রসঙ্গত, ১৯৯৫ সালের সিটকম, হাম পাঁচ ছিল একতা কপুর নির্মিত প্রথম সফল শো। এবং তারপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক তার হিট সিরিয়াল, সিনেমা একভাবে আকর্ষণ করে রেখেছে দর্শকদের।

Back to top button