স্বস্তির বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত! কীভাবে রক্ষা করবেন টিভি-ফ্রিজ-এসি?

Avatar

Published on:

এবার মধ্যবিত্তের নাগালেই স্বল্প দামে দারুন এসি! নতুন প্রোডাক্ট আনল টাটা গ্রুপ

তীব্র হাঁসফাঁস গরমের থেকে মুক্তি মিলেছে। রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ। এই বজ্রপাতের ফলেই বাড়ির বৈদ্যুতিন জিনিস নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তবে কিছু নিয়ম মেনে চললেই এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

আকাশ মেঘলা করে এলে বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলে আগে থেকেই সজাগ থাকুন। বৈদ্যুতিন যন্ত্রপাতির সুইচ বন্ধ করে দিন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, শুধু টিভি বা ফ্রিজের সুইচ আমরা বন্ধ করি বাজ পড়ার সময়। কিন্তু ওয়াইফাই চালানো থাকলেও সেটা বন্ধ করে দিন। না হলে রাউটার খারাপ হয়ে যেতে পারে।

   
 ⁠

বাড়িতে লাইটনিং অ্যারেস্টার যদি থাকে তাহলে তো খুবই ভালো। তবে খেয়াল রাখতে হবে সেটা যেন কাজ করে। মোবাইল ফোন চার্জে বসানো থাকলে অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে প্লাগ থেকে খুলে ফেলতে হবে।

  
 ⁠

বাড়িতে একান্তই ল্যাপটপে কাজ করতে হলে প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালাতে পারেন। কিন্তু কোনও ভাবেই বিদ্যুৎ সংযোগ যেন না থাকে। অনেক সময় ‘আর্থিং’ করা থাকলেও বিপদ হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে বাজ পড়ার আগেই টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের সুইচ বন্ধ করুন।