গসিপ

জল থেকে বেড়িয়ে বিকিনি ভিডিওটা দেখাও! বোল্ড ভিডিও পোস্ট করতেই এনাকে কটাক্ষ নেটিজেনদের

বাংলা বিনোদন জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। সিনেমা, ওয়েব সিরিজে একাধারে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর। তাঁকে সবাই বাচ্চা মেয়ে বললেও তাঁর বোল্ড লুক ঘুম উড়িয়েছে ভক্তদের। তাঁর আবেদনময়ী শরীরী ভঙ্গী দেখে দিশেহারা নেট দুনিয়া।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বোল্ড ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, পুলের জলে জলকেলিতে মত্ত অভিনেত্রী। এদিকে এই ভিডিও পোস্ট করতেই কটাক্ষের ঝড় উঠেছে। একাধিক নেতিবাচক কমেন্টে ভরেছে মন্তব্য বাক্স।

কেউ লিখেছেন, “জলহস্তী জলে নামলে যেমনটা লাগে ঠিক তেমনটাই লাগছে”। কারোর কথায়, “মনে হচ্ছে জিমে যাচ্ছ না। দিন দিন মোটা হয়ে যাচ্ছ”। কেউ আবার শালীনতার মাত্রা অতিক্রম করে লিখেছেন, “আরে একটু জল থেকে বেড়িয়ে বিকিনি ভিডিয়োটা দেখাও”। তবে শুধু নেতিবাচক কমেন্ট নয়, তাঁর রূপের গুণগানও করেছেন ভক্তরা।

কিছুদিন আগেই বাঘের ছালের স্টাইলে খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। সেখানে উন্মুক্ত ক্লিভেজ, কোমরের নীচ থেকে সম্পূর্ণ অনাবৃত দুই উরু। তাঁর এই লাস্যময়ী ভাব দেখেই কার্যত ভিরমি খাওয়ার জোগাড়।

আরও পড়ুন: এবার পুজোটা তোমাদের সঙ্গে কাটাতে পারব না! শ্বশুর-শাশুড়িকে মিস করছেন নবনীতা, তবে কি মিলবে ফের দুটি মন?

ছবি দেখে যেমন প্রশংসা এসেছে তেমনই কটাক্ষও জুটেছে। একজন লিখেছেন, “এই রকম ভিডিয়ো দেখলে তো জ্বর চলে আসবে”। কেউ আবার বলছেন, “হট চকলেট সসের সঙ্গে ভ্যানিলা আইসক্রিম”।

আরও পড়ুন: প্রথমে গান গাইতে হবে, বাকিটা অভিনয়! রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক কুমার শানু

অভিনেত্রীকে এর আগেও বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল। নিজের স্থূলতার জন্য চরম কটাক্ষের মুখে পড়লেন তিনি।ব্যাঙ্গালোরের একটি ফ্যাশন শোতে হাঁটেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন যথারীতি। ব্যাস তার পরেই শুরু ট্রোল। তাঁর দেহের আকৃতি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। তাঁর হাঁটা নিয়ে নিন্দে করতে শুরু করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Back to top button