গসিপ

ফ্যাশন শোতে হেঁটে বডি শেমিংয়ের শিকার এনা! পাল্টা কী জবাব দিলেন অভিনেত্রী?

বাংলা বিনোদন জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। সিনেমা, ওয়েব সিরিজে একাধারে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর। এই অভিনেত্রীকেই এবার হতে হল বডি শেমিংয়ের শিকার। নিজের স্থূলতার জন্য চরম কটাক্ষের মুখে পড়লেন তিনি।

কিছুদিন আগেই ব্যাঙ্গালোরের একটি ফ্যাশন শোতে হাঁটেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন যথারীতি। ব্যাস তার পরেই শুরু ট্রোল। তাঁর দেহের আকৃতি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। তাঁর হাঁটা নিয়ে নিন্দে করতে শুরু করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

নেটিজেনদের পছন্দ হয়নি তাঁর হাঁটা। কেউ কেউ তো লিখেছেন, “এ তো র‍্যাম্পে হাঁটতেই জানে না।’ কেউ আবার একটু বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে লিখলেন, ‘এ যে ছোট হাতি!’ কেউ আবার তাঁর ‘বেঢপ’ চেহারার জন্য শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিলেন। আবার একজন কটাক্ষ করে বলেন, ‘ওঁকে কোন দিক থেকে মডেল লাগে?’

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এনা সাহা। কোথাও ঘুরতে গেলে, কিংবা জীবনের সব কিছুই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি। সেই সমস্ত পোস্টে যেমন ভালোবাসা জোটে ঠিক একই ভাবে সমালোচনাও করেন অনেকেই। এবারও ঠিক তাই হলো। তবে এই কথায় পাত্তা দিতে রাজি নন অভিনেত্রী। তিনি বাঁচেন নিজের ছন্দে।

Back to top button