অভিষেকের পর এবার ঐশ্বর্য! হাত থেকে উধাও বিয়ের আংটি, বিচ্ছেদ কি তবে দোরগোড়ায়?

Avatar

Published on:

ঐশ্বর্যর এই জেদের জন্যই ফাটল বচ্চন পরিবারে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

অভিষেকের পর এবার ঐশ্বর্যর হাত থেকে উধাও বিয়ের আংটি। এই দৃশ্য সামনে আসার পর থেকেই ফের বিচ্ছেদের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে। প্রশ্ন উঠছে তাহলে কি সত্যিই ১৭ বছরের দাম্পত্যে ইতি টানার সময় হয়ে এলো?

একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে ঐশ্বর্যার পরনে কালো পোশাক। হাতে কালো ব্যাগ। অনুষ্ঠানের আয়োজক এসে প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে তুলে দেন ফুলের তোড়া। তখনই ঐশ্বর্যার অনামিকা নজর কাড়ে নেটাগরিকের। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বর্যা ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে আলোচনা শুরু হয়।

   
 ⁠

এর আগে অভিষেকের হাতেও আংটি দেখা না যাওয়ায় প্রশ্ন উঠেছিল। বিয়ের পর থেকে কখনোই হাত থেকে ঐশ্বর্যর পড়ানো আংটি টি খোলেননি অভিষেক বচ্চন। কিন্তু এখন তার হাতে নাকি আর সেই আংটি দেখা যাচ্ছে না। এদিকে তাঁর হাতে না থাকাতেই চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে লিখে বসেন, ‘তাহলে ভাঙন নিশ্চিত!’

  
 ⁠

বিটাউনে কান পাতলে শোনা যায়, শ্বশুর বাড়ির লোকের সঙ্গে খুব একটা সম্পর্ক মসৃণ নয় ঐশ্বর্যর। এমনকি তার ননদ শ্বেতার সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো নয়।