সোশ্যাল মিডিয়ায় তারকাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জালিয়াতি করা নতুন কোনও বিষয় নয়। এবার এই চক্রান্তের শিকার হলেন অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সতর্ক করেছেন তিনি।
ওই অভিযুক্ত ব্যক্তি নিজেকে অর্জুন কাপড়ের আপ্ত সহায়ক বলে পরিচয় দিয়েছেন। অনুরাগীদের সতর্ক করে অর্জুন লিখেছেন, “জানতে পেরেছি, সমাজমাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে মানুষের সঙ্গে আমার ম্যানেজার পরিচয় দিয়ে যোগাযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। দয়া করে জেনে রাখুন, এই মেসেজগুলো ভিত্তিহীন এবং আমার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই”।
একই সঙ্গে তিনি অনুরাগীদের প্রতি অনুরোধ করে লিখেছেন, কোনরকম লিংক এলে তাতে যেন ক্লিক করা না হয়। এমনকি অভিযোগ জানাতেও অনুরোধ করেছেন তিনি। তাঁর সংযোজন, “এই ধরনের কোনও লিঙ্কে যেন কেউ ক্লিক না করেন এবং কোনও রকম ব্যক্তিগত তথ্য ভাগ না করেন”।
অর্জুন কাপুরকে নিয়ে সবসময়ই চর্চা হয়। বিশেষ করে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এবং বিচ্ছেদের পর আরো চর্চার কেন্দ্র বিন্দুতে এসেছেন তিনি। এর আগেও তাকে বারবার কোণঠাসা করা হয়েছিল। এক সময় কাজে না পেয়ে মানসিক অবসাদ ডুবে ছিলেন অভিনেতা।