প্রথম দিনের শুটিংয়েই রক্তারক্তি কাণ্ড! গুরুতর জখম ফাল্গুনী চট্টোপাধ্যায়

Avatar

Published on:

প্রথম দিনের শুটিংয়েই রক্তারক্তি কাণ্ড! গুরুতর জখম ফাল্গুনী চট্টোপাধ্যায়

শুটিংয়ের প্রথম দিনেই বিপত্তি। গুরুতর জখম বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে তড়িঘড়ি। হাঁটুতে সেলাই পড়েছে তাঁর। অভিনেতাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, আজ থেকে শুরু হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির শুটিং। সেখানেই আজ শুটিংয়ের জন্য গিয়েছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়। কিন্তু একটি কাচ ভাঙার দৃশ্যের শুটিং চলার সময় আহত হন অভিনেতা। ভাঙা কাচে সারা শরীর ও গাল, মুখ কেটে একাকার। তাঁর ছেলে আবির চট্টোপাধ্যায়ই তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

   
 ⁠

অভিনেতা জানান, “চিকিৎসক আমাকে শুধু স্নান করতে বারণ করেছেন। তবে এই গরমে এটা কীভাবে সম্ভব, তা বুঝতে পারছি না। পরিবারের লোকজন চাইছেন কয়েকদিন বিশ্রামেই থাকি। কিন্তু কাল থেকে যথাসময়ে শুটিংয়ে পৌঁছে যাব”।

  
 ⁠

সৃজিতের এই নতুন ছবির শুটিং হবে রাতের পার্কস্ট্রিট, হাওড়া ব্রিজ, মন্দারমনিতে। ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়দের।