বিনোদন

কোয়েলের ভাইফোঁটার জন্যই হারানো ছেলে ফিরল ঘরে! ভাতৃ দ্বিতীয়ায় সেরা উপহার পেল মুর্শিদাবাদের এই পরিবার

ভাইফোঁটা দিতে গিয়ে যে এমন কোনও ঘটনা ঘটতে পারে তা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি কোয়েল। কিন্তু এমন ঘটনায় যার পর নাই খুশি হয়েছেন অভিনেত্রী। তাঁর এই ভাইফোঁটা দেওয়ার উদ্যোগের জন্যই হারানো ছেলেকে খুঁজে পেল এক পরিবার।

ভাইফোঁটার দিন একটি স্বেচ্ছাসেবী সংস্থায় গিয়েছিলেন তিনি। সেখানেই বিশেষভাবে সক্ষম ভাইদের ফোঁটা দেন তিনি। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। ফোঁটা দেওয়ার ছবি যেমন রয়েছে তেমনই সংস্থার কর্মীদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার ফোঁটা দেওয়ার সেই ভিডিওই ভাইরাল হয়েছে। আর এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই সেখানে থাকা নিজেদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেল মুর্শিদাবাদের এক পরিবার।

অভিনেত্রীর রিল ভিডিও দেখেই মুর্শিদাবাদের পরিবার খুঁজে পেল তাঁদের হারানো সুজয়কে। নায়িকা নিজেও ভাবতে পারেননি এমনটাও হতে পারে বলে। এই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, “আমার ভাইফোঁটার ভিডিয়ো দেখে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে তাঁর মুর্শিদাবাদের পরিবার। শুভ দিনে এর থেকে ভাল উপহার আর কিছু হতে পারে না”।

ভাইয়ের দীর্ঘায়ু কামনায় যমের দুয়ারে কাঁটা দেয় বোনেরা আজকের দিনে। তাঁদের ভাই, দাদারা যাতে সুখে থাকে সেই প্রার্থনাই করা হয় ভাইফোঁটায়। কিন্তু সেই সব ভাইদের জন্য কারা প্রার্থনা করবে, যাদের সব থেকেও কেউ নেই। তাই এবার বিশেষ ভাবে সক্ষম ভাইদের ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করলেন কোয়েল মল্লিক। এবারের ভাইফোঁটা টা তিনি কাটালেন একগুচ্ছ বিশেষ ভাবে সক্ষম ভাইদের সঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে জানিয়েছেন এই মুহূর্তগুলি কতটা দামী তাঁর কাছে। তিনি বলেন, “এটা আমার কাছে খুব স্পেশ্যাল একটা দিন। মরুদ্যান সেলটারের বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে ভাইফোঁটা-টা খুব সুন্দর কাটালাম। সকলকে আমার তরফ থেকে ভালোবাসা আর শুভেচ্ছা”। কোয়েলের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

 

Back to top button