সিরিয়াল

জনপ্রিয় চ্যানেলে বন্ধ আরও এক জনপ্রিয় মেগা! এই মাসেই হবে অন্তিম সম্প্রচার

টিআরপির ফলাফল আশানুরূপ না হলেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। বিগত কয়েক মাসে টালিগঞ্জে এরকম একাধিক সিরিয়াল শেষ হয়ে গিয়েছে হঠাৎ করেই। এবার আরো এক সিরিয়াল বন্ধের মুখে। এই মাসেই ওই সিরিয়ালের শেষ সম্প্রচার হবে।

জানা গিয়েছে এবার বন্ধ হবে শুভঙ্কর সাহা ও স্বস্তিকা দত্ত অভিনীত ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। মাত্র ৭ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। কারণ সেই টিআরপি। রেটিং ভালো না থাকায় বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক। টাইম স্লট বদল করেও কোনো পরিবর্তন না আসাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একদা প্রাইম টাইমে শুরু হয়েছিল এই ধারাবাহিক। কম টিআরপির কারণে স্লট বদলে এই ধারাবাহিককে দুপুরে নিয়ে আসা হয়। কিন্তু তাতেও কিছুই পরিবর্তন হয়নি। বাড়েনি টিআরপি রেটিং। তাই এবার বন্ধের মুখে এই সিরিয়াল। জানা গিয়েছে, আগামী ২৫-২৬ তারিখেই শেষ হবে শুটিং। আর সম্প্রচারের শেষ তারিখ আগামী ২৯ জুলাই।

একজন ভেন্ট্রিলোকুইস্টের ভূমিকায় দেখা গিয়েছিল সিরিয়ালের নায়িকা স্বস্তিকাকে। একই সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল সবচেয়ে কনিষ্ঠ শাশুড়ির ভূমিকায় অভিনয় করতেও। অন্যরকম স্টোরি লাইন নিয়ে শুরু হলেও তেমন জমেনি গল্প। দর্শকদের টেনে রাখতেও ব্যর্থ হয়েছে এই ধারাবাহিক। তাই সব দিক বিবেচনা করেই সাত মাসের মধ্যে বন্ধের মুখে ‘তোমার খোলা হাওয়া’।

Back to top button