ভরা স্টেজে অরিজিৎকে চুমু! হকচকিয়ে গিয়ে কী করলেন গায়ক?

Published on:

ভরা স্টেজে অরিজিৎকে চুমু! হকচকিয়ে গিয়ে কী করলেন গায়ক?

বরাবরই মাটির মানুষ অরিজিৎ সিং। সব সময়ই অনুরাগীদের যাবতীয় আবদার মেটাতে চেষ্টা করেন গায়ক। তবে এবার মরিশাসে শো করতে গিয়ে এমন এক ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে যে গায়ক নিজেও হেসেই খুন হয়েছেন। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে হেসে ফেলেছে নেট দুনিয়াও।

ঘটনাটি ঘটেছে মরিশাসে। দর্শকদের পছন্দ মত একের পর এক গান গেয়ে তখন মঞ্চ থেকে নেমেছেন অরিজিৎ। তাঁকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কেউ তাঁর হাত ধরতে চান। কেউ বা একটা দৃষ্টি নিজের উপর চাইছিলেন।

   
 ⁠

ঠিক তখনই আচমকাই এক ব্যক্তি অরিজিৎ সিংয়ের কাছে এসে তাঁকে জাপটে ধরে চুমু খান। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে অবশ্য সামলে নেন গায়ক। তবে স্নেহের পরশ তাঁর মাথায় বুলিয়ে দেন। হাসিমুখে এই পরিস্থিতি সামলান তিনি।

  
 ⁠

এদিকে এই মরিশাসে প্রিয় গায়ককে দেখেই ছুটে যায় এক খুদে। সেই দেখেই গাড়ি থামান অরিজিৎ। গাড়ির কাঁচ নামিয়ে কথা বলেন ওই খুদের সঙ্গে।অটোগ্রাফ দেন গায়ক। সবশেষে খুদে সঙ্গে হাত মেলতেও দেখা যায়। সকলকে গুড বাই করে চলে যান অরিজিৎ।