ইদানিং আলোচনার কেন্দ্রবিন্দুতে ঐশ্বর্য রাই। তারপর থেকে পদক্ষেপ যেন চর্চার বিষয় হয়ে উঠেছে। পেশাদারী জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে যেন বেশি কৌতুহলী হয়ে পড়েছেন অনুরাগীরা। তবে এবার বিশ্বসুন্দরীর এক ভিডিও দেখে দারুণ ক্ষেপেছে ভক্ত মহল।
ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ চড়া মেকআপ করছেন তিনি। তাঁর এই উগ্র মেকআপ দেখেই ক্ষেপে আগুন ভক্তদের একাংশ। তাঁদের মতে বিনা মেক আপেই সুন্দর লাগে তাঁকে। এই উগ্র মেকআপ একেবারেই যায় না তাঁর সঙ্গে।
একজন কমেন্ট করে লিখেছেন, “মনে হচ্ছে কোনও ভূতের ছবির নায়িকা। কেন করলেন এরকম”? আর একজনের বক্তব্য, “মেকআপ ছাড়াই আপনাকে সুন্দর লাগে। নিজের সৌন্দর্য এভাবে নষ্ট করার কোনও মানে হয় না।” তবে এই নতুন নয়, এর আগেও সন্তান হওয়ার পর চেহারা নিয়ে তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছিল।
নানান কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিতর্কে জড়িয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। কখনো পারিবারিক কারণে আবার কখনো পেশাগত কারণে বারবার বিতর্কের শিরোনামে এসেছেন তিনি। জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর কেমন সম্পর্ক সেই বিষয়টিও সামনে এসেছে। এমনকি এখন মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকছেন তিনি।