বিনোদন

জুতো পরেই গণেশ প্রণাম! নিন্দার মুখে ফারহা খান, দিলেন পাল্টা জবাবও

শিল্পনগরী মুম্বাইতে গণেশ চতুর্থী পালনের মহাসমারাহ সবার জানা। সেই শহরে সাধারণ মানুষ থেকে তাবড় তাবড় সেলিব্রেটিরা সকলেই গণেশ চতুর্থীতে মেতে ওঠেন। প্রতিবারের মতো এবারও শাহরুখ খানকে দেখা গেল গণেশ চতুর্থীতে সামিল হতে। তবে এই গণেশ পুজোর ছবি শেয়ার করেই ট্রোলের মুখে পড়তে হল কোরিওগ্রাফার-ডান্সার ফারহা খানকে।

দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় হুমা কুরেশি, ও রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখার সঙ্গে ছবি পোস্ট করেছেন ফারহা খান। সেখানে তিনজনেই হাত জোর করে প্রণাম করছেন। কিন্তু এরমধ্যেই দেখা গেল ফারহা খানের পায়ে রয়েছে স্লিপার। এই দৃশ্য নেটিজেনদের চোখে পড়া মাত্রই হইহই কাণ্ড। নিন্দায় ভরে গেল সোশ্যাল মিডিয়া।

এদিকে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “হ্যাপি গণেশ চতুর্থী। ভালোবাসা পাঠালাম খান, কুরেশি, রাও/পালের থেকে”। ঠাকুরের সামনে এহেন জুতো পরা অবস্থায় ছবি দেখে রেগে গিয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, “বাপ্পার সামনে যাওয়ার আগে জুতোটা খুলে রাখুন”। এর পাল্টা উত্তর অবশ্য ফারহা খান দিয়েছেন। তিনি লিখলেন, “আমরা বাড়ির বাইরে ছিলাম। অনেক ধন্যবাদ”।

প্রসঙ্গত, জওয়ানের সাফল্যের পর সিদ্ধিদাতার আরাধনায় মাতলেন কিং খানও। বাড়িতে সিদ্ধি বিনায়কের পুজোর ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শাহরুখ। সেখানে বাদশাহ লেখেন, “স্বাগত গণপতি বাপ্পাজি। ভগবান গণেশের আরাধনায় আপনাদের ও আপনাদের পরিবারের আজকের দিনটি সুন্দর কাটুক। গণেশ যেন আমাদের সকলকে সুখ, শান্তি, সুস্বাস্থ্য দেন। এবং সঙ্গে অনেক মোদক দেন”।

Back to top button