এবার আইনি বিপাকে ফারহা খান। হোলি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়ালেন পরিচালক। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ
করা হয়েছে।
দিন কয়েক আগে একটি রান্নার শোতে গিয়ে ফারহা মন্তব্য করেন, “হোলি ছাপড়িদের উৎসব”। এই ছাপড়ি শব্দটা নিয়েই আপত্তি উঠেছে। এই শব্দের মাধ্যমে পরিচালক তথা কোরিওগ্রাফার হিন্দু ধর্মাবেগকে আঘাত করেছেন বলে অভিযোগ। যদিও এই মন্তব্য পরিচালক মজা করে করেছেন বলেই জানিয়েছেন।
‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত এক জনৈক ব্যক্তি ফারহা
খানের নামে মুম্বাই থানায় অভিযোগ করেছেন।ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় ফারহার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিযোগনামার একটি ছবি পোস্ট করে বিকাশ জানিয়েছেন, ফারহা খানের এই মন্তব্য সাম্প্রদায়িক। ওই ব্যক্তির আরও অভিযোগ, হিন্দুধর্মের বিশেষ উৎসবকে ছোট করে দেখানো হয়েছে।