বাঙালি গোয়েন্দাদের তালিকায় শীর্ষে রয়েছেন ফেলুদা। সত্যজিৎ রায়ের সৃষ্ট এই চরিত্র তৈরি নিয়ে সামনে এলো এক অজানা তথ্য। ফেলুদার চরিত্রে অভিনয়ের জন্য নাকি অমিতাভ বচ্চনকে প্রস্তাব দিয়েছিলেন কিংবদন্তি পরিচালক।
শোনা যায়, তিনি ফেলুদাকে লঞ্চ করতে চেয়েছিলেন বলিউডেই। তাই এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের কাছে। কিন্তু বিগ বি সেই সময় একের পর এক ছবির কাজে ব্যস্ত থাকায় বাধ্য হয়েই না করছিলেন। এরপর তিনি এই ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন শশী কাপুরের কাছে। তবে তিনিও নানা কারণ বশত তিনি এই ছবির প্রস্তাব গ্রহণ করে উঠতে পারেননি।
এরপর অবশেষে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবি করার পরিকল্পনা করেন। তারপরের গল্প তো সকলেরই জানা। এখনও ফেলুদা বললে চোখের সামনে সৌমিত্র চট্টোপাধ্যাযের ছবিই ভেসে ওঠে। তিনি এই চরিত্রে অভিনয় করে আলাদা মাত্রা যোগ করেছিলেন।
এরপর অবশ্য ফেলুদার চরিত্রে একে একে সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও আবার টোটা রায় চৌধুরীকে দেখা গিয়েছে। সকলেই নিজের মতো করে পর্দায় এই চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন।