শীতকালে যেন আগুন লাগার ঘটনা একটু বেশিই ঘটে। এবার ভয়াবহ অগ্নিকান্ড গায়ক উদিত নারায়ণের বাড়িতে। তিনি যে আবাসনে থাকেন সেখানে ১১ তলায় আগুন লেগেছ।সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। গায়ক উদিত নারায়ণের বিল্ডিং স্কাইপ্যানে আগুন লাগার খবর পায় ফায়ার ব্রিগেড। মুম্বাইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরে অবস্থিত তাঁর এই আবাসন। আগুনে অ্যাপার্টমেন্টের একটি অংশ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুন নেভাতে বেশ খানিকটা সময় লেগেছে।
আবাসনের ১১ তলায় আগুন লাগে। গায়ক এই ভবনের ৯ তলায় থাকেন। বাড়িতে আগুন লাগার কারণ এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে গায়ক এবং তাঁর পরিবার নিরাপদে আছেন। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে গায়ক শানের বিল্ডিংয়েও আগুন লেগেছিল, সেই ঘটনার বিস্তারিত কথা মিডিয়াকে জানান গায়ক শান। গায়ক শান-এর পরিবারের সকল সদস্য নিরাপদে থাকলেও আগুনের ঘটনা মনে করে তারা এখন খুব আতঙ্কিত। মুম্বাইয়ে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অনেক তারকা উদ্বেগ প্রকাশ করেছেন।