সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। একইসঙ্গে জনপ্রিয় হওয়ার জন্য এমন সব ভিডিও তৈরি করেন কেউ কেউ যা কার্যত বিপদ ডেকে আনতে পারে।
রিলস বানিয়ে কীভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায় তাই নিয়েই চিন্তায় মশগুল এক শ্রেণীর ছেলেমেয়ে। যার জেরে যেমন নাজেহাল হতে হয় আম জনতাকে। ঠিক তেমনই বিপদ হয় ওই সংশ্লিষ্ট ব্যক্তিরও। এবার এইরকম এক ভিডিও ফের ভাইরাল হল।
স্টান্টবাজি করতে গিয়েই নিজের জীবনে বড়সড় বিপদ ডেকে আনেন অনেকে। এবারও ঘটেছে তেমন এক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক রাস্তার উপরে দাহ্য তরল দিয়ে ‘২০২৪’ শব্দটি লিখেছিলেন। এরপর দেশলাই দিয়ে তার উপর আগুন ধরিয়ে দেন তিনি।
ডিসত্যব্রত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, এই ব্যক্তি জাতীয় সড়কে একটি এসইউভি গাড়ির সামনে দাঁড়িয়ে ফতেপুরে হাইওয়েতে পেট্রল ঢেলে রাস্তা জ্বালিয়ে দেন। বিষয়টি উত্তরপ্রদেশ পুলিশের নজরে আনা হয়েছে। ফতেপুর পুলিশ ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।