বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ঘরে, জামা কাপড়ে বোটকা গন্ধ। এই স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে নাজেহাল অবস্থা হয় আমাদের। তবে সহজ কিছু টিপস মেনে চললে খুব দ্রুত এই গন্ধ দূর করা যেতে পারে। বর্ষাকালেও ঘর থাকবে একেবারে ঝকঝকে এবং দুর্গন্ধহীন।
ঘরের এই স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে মা ঠাকুমাদের প্রাচীন কিছু টোটকা মেনে চললে এক চুটকিতে হবে মুশকিল আসান। আগেকার দিনে আজকালকার মত এত রুম ক্লিনার ছিল না তাই তারা পুরোনো টোটকাতেই ভরসা রাখতেন। এবার সেই রকম কিছু টোটকা মেনে চললেই আপনার ঘরও হবে ঝকঝকে।
ঘরের ভ্যাপসা ভাব দূর করতে সুগন্ধি ধুনো ব্যবহার করতে পারেন। ঘরে ধুনো দিলে যেমন জীবাণুমুক্ত হবে ঠিক তেমনি সুন্দর সুগন্ধ বেরোবে। এছাড়াও নিম তেলের সঙ্গে সুগন্ধি কিছু তেল মিশিয়ে ঘরের কোনায় কোনায় স্প্রে করতে পারেন। এতেঘরে দুর্গন্ধ তো থাকবেই না, এমনকী পোকামাকড়ও দূরে পালাবে।
একটি কাপড়ে শুকনো লঙ্গা এবং নিম পাতা বেঁধে নিন। তারপর সেটি আলমারির প্রতিটি তাকে রাখুন। ফলে বর্ষায় আলমারিতে রাখা জামাকাপড়ে ছত্রাক সংক্রমণ ছড়ানোর থেকে রক্ষা পাবেন। এতে ভালো কাজ হবে।
বর্ষাকালে বেশিরভাগ সময় দেয়াল মেঝে ভেজা ভেজা থাকে। এক্ষেত্রে শুকনো কাপড় দিয়ে মোছার চেষ্টা করুন। অপ্রয়োজনে ঘর মোছার দরকার নেই। রোদ আসে এমন জানলা দরজা সব সময় খোলা রাখার চেষ্টা করুন।