জানেন কি ফুলদানিতে রাখা এই ফুলগুলিও বয়ে আনতে পারে সৌভাগ্য, জানুন কিভাবে

বাড়িতে সৌভাগ্য বয়ে আনার জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করে থাকেন। কিন্তু এই সাধারণ বিষয়গুলো অনেকেই খেয়াল রাখবেন না। বাড়িতে সাধারণ কিছু ফুলগাছ ও ফুলদানিতে রাখা ফুল বয়ে আনতে পারে সৌভাগ্য। জেনে নিন
পিস লিলি এমন একটি ফুল যার নামের সঙ্গেই জড়িয়ে আছে শান্তি। ফেং শুই মতে এই গাছ বাতাস থেকে নেগেটিভ এনার্জি শোষণ করে পজিটিভ এনার্জি সঞ্চার করে।
এছাড়া খুবই সহজলভ্য একটি ফুল হলো জুঁই। যেমন এর সুগন্ধ তেমনই বয়ে আনে সৌভাগ্য। এই গরমে বাড়ির বারান্দা বা ছাদে এই ফুল বসান। সারা বাড়ি ভোরে উঠবে এর সুগন্ধে। এটি মানসিক প্রশান্তি আনতে বিশেষ সাহায্য করে
পদ্মফুল হলো হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে অত্যন্ত পবিত্র একটি ফুল। এই ফুল বাড়িতে রাখলে আপনার সংসারে আসবে সৌভাগ্য। বাগানের উত্তরপূর্ব, উত্তর বা পূর্ব কোণে পদ্মপাত্র রাখলে তা খুবই শুভ। তাই এখন থেকে বাড়িতে বসান এই গাছ।
বাস্তুশাস্ত্র থেকে জানা যায় উজ্জ্বল হলুদ গাঁদাফুল সৌভাগ্য বয়ে আনে। বাড়ি থেকে অশুভ শক্তি দূরে রেখে পজিটিভিটি ছড়িয়ে দেয়। বাড়ির উত্তর বা পূর্ব কোণে রাখুন গাঁদা ফুলের টব। যে কোনো শুভ অনুষ্ঠানে গাঁদাফুল দিয়ে সাজান তোরণ, দেখবেন সব সফল হবে।
এছাড়া শীতকালীন ফুল চন্দ্রমল্লিকাও অত্যন্ত শুভ। এই ফুল আনন্দ ও আশা বয়ে আনে আপনার সংসারে। এছাড়া বাতাস ও পরিবেশকে বিশুদ্ধ রাখে। তবে চন্দ্রমল্লিকা ফুল বসার ঘরে বসালেও শোবার ঘর থেকে দূরে রাখুন।