বিনোদন

পুরীতে নকল ‘সুদীপার রান্নাঘর’! বেজায় চটলেন অভিনেত্রী, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সুদীপা চট্টোপাধ্যায় যার নাম নিলেই প্রথমেই মাথায় আসে রান্নার শব্দটি। অভিনেত্রীর খোদ একটি রেস্তোরা রয়েছে। যার নাম সুদিপার রান্নাঘর। কিন্তু এবার তার এই রান্নাঘরের নামে এই নকল করে একটি রেস্তোরা খোলা হয়েছে। সেই রেস্তোরা আবার খোলা হয়েছে পুরীতে এমনই অভিযোগ উঠছে। আর এই খবর এই বেজায় চটেছেন অভিনেত্রী।

জানা গিয়েছে পুরীতে সুদীপার রান্নাঘর নামে একটি রেস্তোরা খোলা হয়েছে। তবে সেই রেস্তোরাঁর সঙ্গে কোনো রকম ভাবেই যোগাযোগ নেই সুদীপার।নানাজনের মাধ্যমেই অভিনেত্রীর কাছে খবর আসছিল পুরীতে একইরকমভাবে লোগো ডিজাইন করে অভিনেত্রীর ‘সুদীপার রান্নাঘর’ নাম দিয়েই একটি রেস্তরাঁ চলছে। এবার এই নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। খুব প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন তিনি।

ফেসবুকে সুদীপা লিখেছেন, “পুরীর এই রেস্তরাঁটির সঙ্গে আমার ও আমার পরিবারের কেউই যুক্ত নয়। এরা বেআইনিভাবে- আমার নাম, ও আমার পুরোনো রেস্তরাঁর লোগোও ব্যবহার করছে। দীর্ঘদিন ধরে করছে। আমি প্রথমে ভেবেছিলাম কিছু বলবো না। কেউ যদি আমার নামকে সন্মান দিয়ে দু’-পয়সা রোজগার করে তা তো ঈশ্বর ওনার জন্য স্থির করে রেখেছেন। আমি আটকাবো কেন?”

তার আরও সংযোজন, “বেশ কিছুদিন ধরে অনেকের অনেক অভিযোগ আসতে থাকার পর, এই সিদ্ধান্ত নিলাম যে, এটা আর চলতে দেওয়া যায় না। কারণ, আগামীদিনে কেউ ওঁদের খাবার খেয়ে অসুস্থ হলে- সে দায় তো আমার ওপরও খানিকটা বর্তায়? তাই আমার ফেসবুকের সকল বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি ওই রেস্তরাঁর কর্ণধারকে চেনেন- তাহলে, তাঁকে এ বিষয়ে অবগত করে অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন”। এরপরেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়।

Back to top button