ফ্রিজ খুললেই দুর্গন্ধ? কীভাবে এড়াবেন এই সমস্যা? রইল সহজ কিছু টিপস

Avatar

Published on:

ফ্রিজ খুললেই দুর্গন্ধ? কীভাবে এড়াবেন এই সমস্যা? রইল সহজ কিছু টিপস

গরম কেন শীতেও অপরিহার্য ফ্রিজ। বর্তমান জীবন যাত্রায় ফ্রিজ ছাড়া যেন কোনও সংসার অসম্পূর্ণ। গরমে ঠান্ডা জল হোক কিংবা সারা বছর সবজি মাছ মাংস ডিম রাখার জন্য ফ্রিজের প্রয়োজনীয়তা আর আলাদা করে বোঝাতে হয় না।

কিন্তু আপনার ফ্রিজে কি অতিরিক্ত দুর্গন্ধ হচ্ছে? কোনও ভাবেই দুর্গন্ধ দূর করা যাচ্ছে না? কিছু উপায় জানলে সহজেই এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। মেনে চলতে হবে বেশ কিছু টিপস।

   
 ⁠

প্রথমত, বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকরী। একটি ঢাকনা বিহীন বাটিতে বেশ খানিকটা বেকিং সোডা নিয়ে টানা ২-৩ দিন ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ চলে যাবে। এছাড়াও একটি পাতি লেবু অর্ধেক করে কেটে ফ্রিজে রেখে দিন। তাতেও দুর্গন্ধ দূর হবে।

  
 ⁠

একটি বাটিতে ঈষদুষ্ণ জল নিন। তাতে সামান্য ভিনিগার মিশিয়ে সারারাত ফ্রিজে রেখে দিন। সকালে উঠে দেখবেন ফ্রিজের দুর্গন্ধ গায়েব। আবার কমলা লেবুর খোসাও ব্যবহার করতে পারেন দুর্গন্ধ দূর করার জন্য। কমলালেবুর খোসা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। আর ফ্রিজে দুর্গন্ধ হবে না।

মাসে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করার চেষ্টা করুন। এছাড়াও কাটা পেঁয়াজ, আদা, রসুন ফ্রিজে রাখবেন না। এগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। পারলে এগুলি ঢাকা দেওয়া কৌটোয় ভরে ফ্রিজে রাখুন। তাহলে সহজে দুর্গন্ধ হবে না। দুর্গন্ধ এড়াতে ফ্রিজের তাপমাত্রা ঠিকমতো রাখা উচিত।