প্রকাশ্যে ‘গদর ২’ ছবির অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য! গর্জে উঠলেন আমিশা প্যাটেল

গদর ২’ এর হাত ধরেই বড় ছবিতে ব্রেক পাচ্ছেন সিমরত। সেই সিমরতেরই অন্তরঙ্গ ভিডিও হঠাৎ করেই ফাঁস হল নেটদুনিয়ায়।এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অনেকেই মনে করছেন এই দৃশ্য সিনেমারই। তবে এই নিয়ে সরব হয়েছেন আমিশা প্যাটেল।
এই প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে আমিশা প্যাটেল সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সিমরতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই উচিত হয়নি। তবে প্লিজ সিমরতকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো বন্ধ হোক। নতুন প্রতিভাদের পাশে থাকুন।” একইসঙ্গে ছবির প্রযোজক-পরিচালক অনিল শর্মার বিরুদ্ধেও অভিযোগ করেছেন নায়িকা আমিশা প্যাটেল।
অনিল শর্মাকে অপেশাদার বলে আক্রমণ করেন তিনি। টুইট করে তিনি লিখেছেন, “শুটিংয়ের শেষ দিনে চণ্ডীগড় বিমানবন্দরে যাওয়ার জন্য কিছু অভিনেতা এবং কলাকুশলীরা গাড়ি পাননি। খাবারের বিল পর্যন্ত মেটায়নি অনিল শর্মা প্রোডাকশনস”।
ইতিমধ্যেই এই ছবির টিজার প্রকাশ পেয়েছে। দেশভাগের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল গদর এক প্রেম কথা। তার ঠিক ২২ বছর পর মুক্তি পাচ্ছে এই ছবির দ্বিতীয় ভাগ। তার আগে মুক্তি পেল ছবির ট্রেলার। ফের একবার পর্দায় দেখা যাবে সেই সানি- আমিশার জুটি।
একজন পাঞ্জাবি ট্রাক চালক তারা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি। সাকিনার ভূমিকায় অভিনয় করেছিলেন আমিশা। স্ত্রী সাকিনাকে নিয়েই তাঁর জীবন। দুজনের ধর্ম আলাদা হলেও অশান্ত পরিস্থিতি তাঁরা কীভাবে সামলাবেন, সেই গল্পই দেখানো হয়েছিল। সেই গল্প আজও টাটকা দর্শকদের মনে।
টিজারে দেখা গিয়েছে, সাতের দশকের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি ৷ এই কাহিনিতেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কথা উঠে আসবে।২২ বছর আগে ২০০১ সালে দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমা দেশভাগের পরের পরিস্থিতির প্রেক্ষাপটে এক অভূতপূর্ব প্রেম কাহিনী ফুটে উঠেছিল সিনেমায়। মাসের পর মাস ধরে এই ছবি সিনেমা হলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। অনিল শর্মা পরিচালিত এই সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।