বক্সঅফিসে ঝড় তুলল ‘গদর ২’! সানি দেওলের ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে মাইলস্টোন ‘গদর ২’

প্রথম সিনেমা মুক্তির ২২ বছর পর মুক্তি পেল তার সিক্যুয়েল। আর ২২ বছর পরেও ঠিক একই রকম উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যে। বক্স অফিসে গদর ২ এতটাই ঝড় তুলল যে চলতি বছরের মুক্তির দিনেই দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল।
১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওলের গদর ২। এরপর প্রথম দিনেই এই ছবি আয় করেছে ৫২ কোটি টাকা। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে বক্স অফিসের আয় ছিল ৪০ ও ৪৩ কোটি টাকা। অর্থাৎ প্রথম তিন দিনেই ১৩৫ কোটি টাকা লক্ষী লাভ হয়েছে এই সিনেমার। এদিকে ১৫ ই আগস্ট যে বক্স অফিসে আরো একবার ঝড় উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
ছবির সাফল্য প্রসঙ্গে অভিনেতা সানি দেওল জানিয়েছেন, “আমি দারুণ খুশি। ‘গদর’-এর সিক্যুয়েলটা যখন শুট করছিলাম, তখনও জানতাম না যে দর্শকদের এত ভালো লাগবে। প্রথম গদর-এর পর দুটো প্রজন্ম পেরিয়েছে। তবে এখনও দর্শকদের উন্মাদনা এখনও প্রথম দিনের মতোই রয়ে গিয়েছে। আমি মুগ্ধ আর ভীষণ খুশি। ফিল্ম ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখতে আরও হিট ছবির প্রয়োজন”।
দেশভাগের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল গদর এক প্রেম কথা। তার ঠিক ২২ বছর পর মুক্তি পেল এই ছবির দ্বিতীয় ভাগ। ফের একবার পর্দায় দেখা গেল সেই সানি- আমিশার জুটি।
একজন পাঞ্জাবি ট্রাক চালক তারা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি। সাকিনার ভূমিকায় অভিনয় করেছিলেন আমিশা। স্ত্রী সাকিনাকে নিয়েই তাঁর জীবন। দুজনের ধর্ম আলাদা হলেও অশান্ত পরিস্থিতি তাঁরা কীভাবে সামলাবেন, সেই গল্পই দেখানো হয়েছিল। সেই গল্প আজও টাটকা দর্শকদের মনে।
টিজারে দেখা গিয়েছিল, সাতের দশকের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি ৷ এই কাহিনিতেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কথা উঠে আসবে।২২ বছর আগে ২০০১ সালে দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমা দেশভাগের পরের পরিস্থিতির প্রেক্ষাপটে এক অভূতপূর্ব প্রেম কাহিনী ফুটে উঠেছিল সিনেমায়। মাসের পর মাস ধরে এই ছবি সিনেমা হলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। অনিল শর্মা পরিচালিত এই সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।