এবার মূক-বধিরদের জন্য মুক্তি পাবে গদর ২! কালজয়ী সিনেমায় এবার বড় চমক

Avatar

Published on:

এবার মূক-বধিরদের জন্য মুক্তি পাবে গদর ২! কালজয়ী সিনেমায় এবার বড় চমক

প্রথম সিনেমা মুক্তির ২২ বছর পর মুক্তি পেয়েছে তার সিক্যুয়েল। আর ২২ বছর পরেও ঠিক একই রকম উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যে। বক্স অফিসে গদর ২ এতটাই ঝড় তুলেছিল যে মুক্তির দিনেই দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল। এবার এই ছবি দেখতে গিয়েছে সানি দেওলের প্রাক্তন প্রেমিকা ডিম্পল কাপাডিয়াকে। এবার এই ছবির মূক ও বধির দর্শকদের জন্য ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ সহ মুক্তি পাবে৷

বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য একটি সিনেমাটির একটি অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। জি স্টুডিওস সারা দেশে নির্বাচিত বেশ কয়েকটি পিভিআর সিনেমায় সিনেমাটি প্রদর্শন করতে পেরে আনন্দিত।

   
 ⁠

গত বছর ১১ আগস্ট মুক্তি পেয়েছিল সানি দেওলের গদর ২। এরপর প্রথম দিনেই এই ছবি আয় করেছে ৫২ কোটি টাকা। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে বক্স অফিসের আয় ছিল ৪০ ও ৪৩ কোটি টাকা। অর্থাৎ প্রথম তিন দিনেই ১৩৫ কোটি টাকা লক্ষী লাভ হয়েছিল এই সিনেমার।

  
 ⁠

দেশভাগের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল গদর এক প্রেম কথা। তার ঠিক ২২ বছর পর মুক্তি পেল এই ছবির দ্বিতীয় ভাগ। ফের একবার পর্দায় দেখা গিয়েছিল সেই সানি- আমিশার জুটি।