সিরিয়াল

তিন বছর পর পথ চলা থামছে গাঁটছড়ার! খড়ি সরে যেতেই কি এই সিদ্ধান্ত?

সময়ের আগেই শেষের পথে এক জনপ্রিয় মেগা সিরিয়াল। ২৭ মাস চলেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকগুলি। তার বদলে আসতে পারে নতুন ধারাবাহিক। এমনটাই জল্পনা চলছে টালিগঞ্জে। মূলত টিআরপি না থাকার কারণেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

টিআরপি মোটামুটি ঠিক থাকলেও জনপ্রিয়তা বেশ খানিকটা হারিয়েছে গাঁটছড়া সিরিয়াল। তার মধ্যে এই সিরিয়ালের নায়িকা খড়ি অর্থাৎ সোলাঙ্কি রায় সিরিয়াল ছেড়ে দেন। সব মিলিয়ে এবার এই সিরিয়াল বন্ধ করতে বলছেন দর্শকরা।

আরও পড়ুন: নজর এড়িয়ে অন্তরঙ্গ দুর্জয়-রাণী! প্রোমো প্রকাশ পেতেই ক্ষুব্ধ দর্শক মহল

এক সময়ে টিআরপি টপার মেগা সিরিয়াল গাঁটছড়া বর্তমানে জনপ্রিয়তা হারিয়েছে। বহুদিন থেকেই শোনা যাচ্ছিল এই সিরিয়াল নাকি বন্ধ হয়ে যাবে। এর মধ্যে সিরিয়ালের নায়িকাও সিরিয়াল ছেড়ে দিয়েছেন।

এখনের ধারাবাহিকের প্লট দেখে খুশি নন দর্শকরা। তা স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের প্রতিক্রিয়া দেখেই। কেউ কেউ পোস্টে লিখেছেন, “খড়িকে মেরে দিল, ভুলভাল গল্প বানিয়ে যাকে পারছে তাকে দিয়ে অভিনয় করাচ্ছে।” কারোর কথায় আবার, “কিছু নেই আগের থেকে ঠিক করা ভেঙে যায় ভালবাসার গাঁটছড়া। এটা আপনাদের টাইটেল ট্র্যাক হওয়া উচিত।’ কেউ কেউ আবার লেখেন, ‘নুন ছাড়া রান্না, আলু ছাড়া বিরিয়ানির মতোই জঘন্য হচ্ছে খড়ি ছাড়া গাঁটছড়া”।

আরও পড়ুন: ফের উচাটন সূর্য-দীপার জীবনের! অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি নিচ্ছে নতুন ভিলেন

এখন আর কিছুতেই এই ধারাবাহিক মনে ধরছে না দর্শকদের। এই প্রসঙ্গে গৌরব চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, “আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। আসলে এগুলো আমরা জানতে পারি না। তাই আমার থেকে কোনও উত্তরই পাওয়া যাবে না।”

Back to top button