এবার শেষ করুন! গাঁটছড়ার ৬০০ পর্ব পার হতেই অনুরোধ ক্ষুব্ধ দর্শকদের

টিআরপি মোটামুটি ঠিক থাকলেও জনপ্রিয়তা বেশ খানিকটা হারিয়েছে গাঁটছড়া সিরিয়াল। তার মধ্যে এই সিরিয়ালের নায়িকা খড়ি অর্থাৎ সোলাঙ্কি রায় সিরিয়াল ছেড়ে দেন। সব মিলিয়ে এবার এই সিরিয়াল বন্ধ করতে বলছেন দর্শকরা।
এক সময়ে টিআরপি টপার মেগা সিরিয়াল গাঁটছড়া বর্তমানে জনপ্রিয়তা হারিয়েছে। বহুদিন থেকেই শোনা যাচ্ছিল এই সিরিয়াল নাকি বন্ধ হয়ে যাবে। এর মধ্যে সিরিয়ালের নায়িকাও সিরিয়াল ছেড়ে দিয়েছেন। তবে এবার পায়ে পায়ে ৬০০ পর্ব পার করেছে এই ধারাবাহিক।
তবে এখনের ধারাবাহিকের প্লট দেখে খুশি নন দর্শকরা। তা স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের প্রতিক্রিয়া দেখেই। কেউ কেউ পোস্টে লিখেছেন, “খড়িকে মেরে দিল, ভুলভাল গল্প বানিয়ে যাকে পারছে তাকে দিয়ে অভিনয় করাচ্ছে।” কারোর কথায় আবার, “কিছু নেই আগের থেকে ঠিক করা ভেঙে যায় ভালবাসার গাঁটছড়া। এটা আপনাদের টাইটেল ট্র্যাক হওয়া উচিত।’ কেউ কেউ আবার লেখেন, ‘নুন ছাড়া রান্না, আলু ছাড়া বিরিয়ানির মতোই জঘন্য হচ্ছে খড়ি ছাড়া গাঁটছড়া”।
এই ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে, ঋদ্ধির মেজ কাকার ছেলে ফিরে এসেছে বদলা নিতে। খলনায়কের হাত থেকে ঋদ্ধিকে বাঁচাতে লুকিয়ে তাকে রেখেছে রুক্মিণী। বাড়ির সবাইকে বলেছে ঋদ্ধি মৃত। কিন্তু এখন আর কিছুতেই এই ধারাবাহিক মনে ধরছে না দর্শকদের।