তুমি আমি আর সে! গর্ভবতী স্ত্রীকে আদুরে সোহাগে ভরালেন গৌরব

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা মাত্র। শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে ঋদ্ধিমা ও গৌরবের ঘরে।এপ্রিলেই খুশির খবর দিয়ে তাঁদের সংসারে তৃতীয় ব্যক্তি আসতে চলেছে বলে জানিয়েছিলেন তারকা দম্পতি। জানা গিয়েছে সেপ্টেম্বরেই অপেক্ষার অবসান হতে পারে। এবার স্ত্রীকে আদুরে সোহাগে ভরিয়ে দিয়ে মিষ্টি একটা ছবি পোস্ট করলেন গৌরব।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই সাদা কালো ছবিতে ফুটে উঠেছে আবেগঘন মুহূর্ত। দেখা যাচ্ছে কালো পোশাকে একেবারে মোহময়ী লাগছে ঋদ্ধিমাকে। স্পষ্ট তার বেবিবাম্প। অপরদিকে সাদা শার্ট পরে তাঁকে পেছন থেকে জড়িয়ে আছে গৌরব। ছবির ক্যাপশনে লেখা, “You+me=three”।
কিছুদিন আগেই ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়েছেন অভিনেত্রী। সেখানে ঋদ্ধিমা লিখেছেন, “যখন আনন্দ ভিতর থেকে ‘কিক’ মারে”। অর্থাৎ তাঁর ভেতরে যে আরও একটা প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে, তাঁর নড়াচড়া অনুভব করছেন তিনি সেই কথাই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন গৌরব এবং ঋদ্ধিমা। যদিও তার আগে সাত বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। তাঁদের সম্পর্কের বয়স ১২ বছর। ইন্ডাস্ট্রিতে ‘হ্যাপি কাপল’ বলেই পরিচিত তাঁরা।
এই সময়ে একটু বেশিই যত্নে থাকতে হয় সব হবু মায়েদের। তার কতটা যত্ন নিচ্ছেন স্বামী গৌরব? এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে হবু বাবা জানিয়েছেন, “খুবই আনন্দদায়ক সময় এটা আমাদের জন্য৷ চেষ্টা করছি ওকে যত্ন করার। একটু বেশি প্যাম্পার করার। ঋদ্ধিমার অবশ্য না হয় মুড সুইং, না হয় কোনও বিশেষ খাবার ইচ্ছা! তবু তার মধ্যেও চেষ্টা করছি।’’
গৌরব আরও জানান, “ঋদ্ধিমা তেমন কোনও বায়না করে না। তবে মাঝে মাঝে খাওয়ার নিয়ে বিভিন্ন আবদার করে। কখনো বিশেষ কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে চায়, আবার কখনো বাড়িতে খাবার আনিয়ে খাবার বায়না করে।”