আবার পর্দায় ফিরছেন ঋতুপর্ণ ঘোষ! কবে থেকে কখন দেখা যাবে ঋতুরাজকে?

Published on:

আবার পর্দায় ফিরছেন ঋতুপর্ণ ঘোষ! কবে থেকে কখন দেখা যাবে ঋতুরাজকে?

ঋতুপর্ণ ঘোষ আদি এবং অনন্ত। তাঁর কোনও পরিপূরক হয়না। আর হবেও না। তাই হয়তো তাঁর স্থান এখনও শূন্য পড়ে রয়েছে। তাঁর অভাব এখনও বিদ্যমান টলিউডে। তবে এবার দুধের স্বাদ খানিকটা হলেও ঘোলে মিটতে চলেছে। ফের ছোট পর্দায় হাজির হবেন ঋতুরাজ।

২০১৩- এর ৩০ মে ছিল এক বিষাদপূর্ন সকাল। সবাইকে ছেড়ে অনন্তের পথে হেঁটেছিলেন ঋতুপর্ণ ঘোষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন-এর মায়া ত্যাগ করে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন স্বনামধন্য পরিচালক ঋতুপর্ণ ঘোষ। মৃত্যুর পর কেটে গিয়েছে ১১ বছর। তাঁর অভাব এখনও প্রতি পদক্ষেপে অনুভব করে বাংলা চলচ্চিত্র জগৎ।

   
 ⁠

একটা সময় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত ঘোষ এন্ড কোম্পানি নামে একটি টক শো। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অপর্ণা সেন থেকে মৌসুমী চট্টোপাধ্যায়, শ্রেয়া ঘোষাল, ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্টজনেরা।

  
 ⁠

এবার এই শোয়ের পুনঃপ্রচার হবে। আরও একবার টিভির পর্দায় জীবন্ত হয়ে উঠবেন চিরনতুন কিংবদন্তি পরিচালক। আগে প্রতি রবিবার সকাল সাড়ে ১১ টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত এই শো। তবে কবে থেকে পুনঃসম্প্রচার শুরু হবে সেই নিয়ে কিছু এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এই শোয়ের পুনঃসম্প্রচার হওয়ার খবরেই খুশি দর্শকরা।