সন্তানের মত পালন, পুতুলের জন্য খরচ ১ লাখ ৮৫ হাজার টাকা! তরুণীর কাণ্ডে হতবাক নেট দুনিয়া

Published on:

সন্তানের মত পালন, পুতুলের জন্য খরচ ১ লাখ ৮৫ হাজার টাকা! তরুণীর কাণ্ডে হতবাক নেট দুনিয়া

ছোট থেকেই শখ সন্তান প্রতিপালনের। কিন্তু তখন অগ্যতা পুতুলকেই সন্তান হিসেবে প্রতিপালন করতে থাকেন। আর সেই অভ্যাস রয়ে গেছে আজও। এই ঘটনা নিউ ইয়র্কের লং দ্বীপের বাসিন্দা কেলি হোয়াইট নামে এক তরুণীর। ২৮ বছরের এই তরুণী পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

এই তরুণী আটটি পুতুলকে সন্তানের মত প্রতিপালন করেন। নিয়ম করে তাদের দুধ খাওয়ান। জল খাবার বানিয়ে দেন এমন কি প্রতিদিন তাদের জামা কাপড় বদলে দেন। রেস্তরাঁ অথবা শপিং মলে সেই পুতুলগুলিই হয় তরুণীর সঙ্গী। দত্তক নেওয়ার আগে এ ভাবেই তিনি মাতৃত্ব অনুভব করছেন বলে দাবি করেন তরুণী।

   
 ⁠

পুতুলগুলির জন্য ইতিমধ্যেই ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা খরচ করে ফেলেছেন কেলি। সন্তান দত্তক নেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। কিন্তু নিজে আরও একটু আর্থিক দিক থেকে মজবুত হয়েই সেই পদক্ষেপ নেবেন তিনি। চলতি মাসেই আরও একটি পুতুল কেনার সিদ্ধান্ত নিয়েছেন কেলি। পুতুলটির নাম রাখবেন এমিলি।

  
 ⁠

কেলি জানান, “আমি ওদেরকে নিজের সন্তানই ভাবি। ওদের আলাদা বিছানা রয়েছে। অ্যাডাম এবং জেনিফার আমার শোওয়ার ঘরে থাকে। বাকিরা থাকে বসার ঘরে। ওদের জন্য আমি জলখাবার বানাই। ময়দার সঙ্গে জল মিশিয়ে দুধ তৈরি করে ওদের খাওয়াই। বাইরে গেলে ওদের নিয়ে যাই”।

২০২৩ সালের অক্টোবর মাসে জন্মদিন উপলক্ষে একটি পুতুল কিনে নিজেকে উপহার দিয়েছিলেন কেলি। পুতুলের নাম রাখেন জেনিফার। তার পুতুলগুলির নাম যথাক্রমে সামার, মলি, অ্যান্টনি, অ্যাশলি, এলিজাবেথ, মাইকেল এবং অ্যাডাম। তাদের মধ্যে মলি এবং অ্যান্টনি যমজ।