সাপকে আদর করে চুমু খেতে গিয়েছিলেন এই মহিলা। কিন্তু পালটা আদর যে সাপও ফিরিয়ে দেবেন তা হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। আর তাতেই বাঁধলো যত বিপত্তি। এমনই এক পুরনো ভিডিও ভাইরাল হতে শিউরে উঠেছে গোটা নেট দুনিয়া।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিঘত লম্বা একটি সাপকে ধরে আছেন দুই ব্যক্তি। তার লেজের দিকে ধরে রয়েছেন একজন এবং মাথার দিকে শক্ত করে চেপে ধরে রয়েছেন অপর এক ব্যক্তি। এরপরেই এক তরুণী এসে ওই সাপটির গায়ে পরম যত্নে হাত বোলান। এত পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর ওই সাপটির মাথায় চুমু খেতে যান তিনি। আর তখনই ঘটে বিপত্তি।
প্রায় সঙ্গে সঙ্গেই দৃঢ় হাতের বাঁধন ছাড়িয়ে ছিটকে ওঠে সাপটি। আচমকাই মাথা ঘুরিয়ে কামড়ে ধরে তরুণীর ঠোঁট। এই আচমকা অপ্রত্যাশিত মুহূর্তে হতচকিত হয়ে যান সকলে। কিছুতেই সাপটিকে ছাড়ানো যায় না। ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়।
এই ভিডিও দেখে কার্যত শিউরে উঠেছেন নেটিজেনরা। নানানজন নানান রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “উনি চুম্বন চেয়েছিলেন কিন্তু সোহাগ দংশন পেলেন”। আবার একজন লিখেছেন, “সাপটি আসলে আদর ফিরিয়ে দিতে চেয়েছিল”।