গলার চিকিৎসা করতে গিয়েই চক্ষু চড়কগাছ। ডাক্তারি পরীক্ষা করতে গিয়ে এমন রিপোর্ট এল যা দেখে অবাক তরুণী ও তাঁর পরিবার। জীবনটাই বদলে গেল ২০ বছরের তরুণীর। হাসপাতাল থেকে তাঁকে বলা হল, এক সঙ্গে চার সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। যদিও এই খবর শুনে খুশি হয়েছেন তরুণীর হবু বর।
আমেরিকার ইলিনয়ের বাসিন্দা পেশায় সহকারী নার্স ক্যাটেলিন ইয়েটস বেশ কিছুদিন ধরে গলায় ব্যথা অনুভব করছিলেন। সেই চিকিৎসার জন্য ১ এপ্রিল হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তাঁকে বেশ কিছু পরীক্ষা করতে দেওয়া হয়। এক্স রে যাতে সম্ভাব্য গর্ভাবস্থার ক্ষতি না করে, সে জন্য ক্যাটেলিন অন্তঃসত্ত্বা কি না তা-ও পরীক্ষা করে দেখে নিতে বলেন। সেই পরীক্ষা করতে গিয়েই চমকে দেওয়ার মত তথ্য সামনে আসে।
রিপোর্টে দেখা যায় হিউম্যান কোরিয়োনিক গোনাডোট্রপিন বা এইচসিজি হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। যার অর্থ ক্যাটলিনের শরীরে বেড়ে উঠছে একাধিক ভ্রূণ। প্রথমে তরুণী এই কথা বিশ্বাস করেননি। যদিও পরে রিপোর্ট দেখে তা বিশ্বাস করেন তিনি।
গত ১৭ অক্টোবর চার সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটেলিন। সন্তান প্রসবের এক সাক্ষাৎকারে তরুণী বলেন, নানারকম শারীরিক জটিলতার জন্য পরিস্থিতি প্রতিকূল হয়েছে বেশ কয়েক বার। সময়ের আগেই অস্ত্রোপচার করে সন্তান প্রসব করাতে হয়। তবে আপাতত তিনি এবং চার সন্তানই সুস্থ রয়েছেন।