চড়া মেকআপে শ্রাদ্ধবাড়িতে এসে ব্লগ! ভিডিও ভাইরাল হতেই চরম ট্রোলড তরুণী

অল্প সময়ে জনপ্রিয় হওয়ার জন্য মানুষ কী কী না করে। এরমধ্যে এখন নতুন করে যুক্ত হয়েছে রিলস তৈরি বা ব্লগ বানানো। যাতে সহজেই জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আয়ও হচ্ছে প্রচুর। আর এই নেশাতেই মানুষ হিতাহিত জ্ঞান শুন্য হয়ে কোথায় কি করতে হয় সেই বোধ টুকুও হারিয়ে ফেলছেন।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, শ্রাদ্ধ বাড়ির খুঁটিনাটি নেটিজেনদের সঙ্গে শেয়ার করছেন এক তরুণী। এমনকি রীতিমত চড়া মেকআপ করে সেই শ্রাদ্ধ বাড়িতে গিয়েছেন তিনি। রিলের ক্যাপশনে লেখা ‘শ্রাদ্ধ বাড়ির ব্লগ’। এই ভিডিও দেখে রীতিমত ক্ষিপ্ত নেটিজেনরা।
ভিডিওতে নিজের মেকআপ থেকে শুরু করে যাবতীয় বিষয় তুলে ধরেছেন ওই তরুণী। এরপর ভিডিও ভাইরাল হতেই মেকআপ নিয়ে চূড়ান্ত ট্রোলড হতে হল ওই তরুণীকে। নেটিজেনদের প্রশ্ন, শ্রাদ্ধ বাড়িতেই যদি এই মেকআপ হয় তাহলে বিয়ে বাড়িতে কত মেক আপ করেন?