মুহূর্তেই সমাধান হয়ে যাচ্ছে কঠিন অঙ্কের! তরুণীর প্রতিভা দেখে ধন্যি ধন্যি চারিদিকে

Published on:

মুহূর্তেই সমাধান হয়ে যাচ্ছে কঠিন অঙ্কের! তরুণীর প্রতিভা দেখে ধন্যি ধন্যি চারিদিকে

কিছু কিছু প্রতিভা হয় একেবারেই ভগবান প্রদত্ত। সেই প্রতিভা কোনভাবেই লুকিয়ে রাখা যায় না। আর প্রতিভা প্রকাশ পেলেই তা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক তরুণীর প্রতিভা ভাইরাল হয়েছে যা দেখলে মুগ্ধ হবেন আপনিও।

এক তরুনীর বুদ্ধিমত্তা এবং মস্তিষ্কের প্রতিভা দেখে কার্যত মুগ্ধ নেটিজেনরা। টুইট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, যত কঠিন অংক দেওয়া হচ্ছে তত দ্রুতই সেই অংকের সমাধান করে দিচ্ছেন এক তরুণী। তার মস্তিষ্ককে সুপারফাস্ট কম্পিউটারের সঙ্গে তুলনা করা হয়েছে।

   
 ⁠

যে সমস্ত অংক ক্যালকুলেটর বা কম্পিউটারের সাহায্যে সমাধান করতে গেলেও কাল ঘাম ছুটে যায়। সেই সমস্ত অংকের সমস্যারই মুহূর্তেই সমাধান করে দিচ্ছেন ওই তরুণী তাও মুখে মুখে।

  
 ⁠

এই মেয়েটিকে যত প্রশ্ন করা হয়েছিল, সে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সকলেই মেয়েটির প্রতিভার প্রশংসা করেছেন। ভিডিওর শেষে, এই মেয়েটিকে তাড়াহুড়ো করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার উত্তরও সে অবিলম্বে দিয়ে দেয়।