বিনোদন

গীতশ্রীকে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন মিঠুন? ভালোবাসার মানুষের সঙ্গে ছবি দিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী

আট বছর পরেও বদলায়নি কিছুই। একই রকম রয়ে গিয়েছে ভালবাসা, শ্রদ্ধা এবং উষ্ণতা। মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক ছবি পোস্ট করে এমনটাই জানালেন গীতশ্রী রায়। কার সঙ্গে আবার দেখা করতে পেরে তিনি ধন্য সে কথাও জানালেন নিজের পোস্টে। রিয়ালিটি শো’র মঞ্চে মহাগুরুর সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “উনিই আমাকে বলেছিলেন, একদিন আমি নায়িকা হব। আজ যখন আমি ওঁকে সেই কথা মনে করিয়ে দিই উনি বলেন, এই সব ক্ষেত্রে তাঁর কথা সব সময় সত্যি হয়”।

মিঠুন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতশ্রী আরো লেখেন, “আট বছর পর যদিও আবার দেখা ওঁর সঙ্গে, কিন্তু এখনও ওই একই রকম ইতিবাচকতা, একই রকম উষ্ণতা, একই রকম ভালবাসা রয়ে গিয়েছে। তিনি আগে ও এখন… সব সময়ই আমার কাছে সুপারস্টার হয়েই থাকবেন। আর সব কিছুর উপরে তিনি একজন ভাল মানুষও”।

ফুটবলার প্রবীর দাসের সঙ্গে চুটিয়ে এখন প্রেম করছেন গীতশ্রী রায়। অভিনেত্রী বেশকিছুদিন আগে মুখ খুলেছিলেন এই বিষয়ে।অভিনেত্রী এবং খেলোয়াড়ের প্রেম এখন আলোচনার হট টপিক।, দুজনের মধ্যে প্রেম চলছে এখন জমিয়ে। তবে সকলের মনে প্রশ্ন একটাই, বিয়ে করছেন কবে? যদিও সেই নিয়ে কোনও ইঙ্গিতই দেননি কেউ।

Back to top button