খারাপ সময় কাটিয়ে সৌভাগ্য বয়ে আনতে চান? তাহলে মেনে চলুন এই বিষয়গুলি

যারা হিন্দু ধর্ম মেনে চলেন তাদের কাছে তুলসী অত্যন্ত শুভ ও পবিত্র একটি গাছ। শাস্ত্র থেকে জানা যায় যদি তুলসী গাছের পুজো করা হয় তাহলে দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য আসতে শুরু করে। রোজ সকালে ঘুম থেকে উঠে একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন। দেখবেন জীবনে সমূহ উন্নতি ঘটবে।
অনেকেই হয়তো জানিনা রোজ সকালে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে সব গ্রহের রাজা মানা হয়। পূর্বপুরুষদের সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রহ। তাই রোজ সকালে স্নান সেরে একটি তামার পাত্র করে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এটি করলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন।
শাস্ত্রে মানা হয় লক্ষ্মী, সরস্বতী ও বিষ্ণুর বাস করেন আমাদের হাতে। তাই সকালে ঘুম থেকে উঠেই দু-হাত জোড় করে এই মন্ত্র পাঠ করুন, দুর্ভাগ্য কাটাতে এটি বিশেষ উপযোগী। মন্ত্রটি হল –
‘করাগ্রে ভাস্তে লক্ষ্মী: করাগ্রে সরস্বতী।
করমূলে তু গোবিন্দা: প্রভাতে করদর্শনম।’
গায়ত্রী মন্ত্র সম্পর্কে আমরা সকলেই কম বেশি পরিচিত। এই মন্ত্রটির বিশেষ মহাত্ব আছে। রোজ সকালে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করলে পজিটিভ এনার্জি সঞ্চার হয় এবং জীবনের সব সমস্যা আমরা জয় করতে পারি। অসুখ ও দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিশেষ উপযোগী এই মন্ত্র।