বিনোদন

বাঙালিয়ানার হাত ধরেই হল গৌরব-ঋদ্ধিমার ছেলের নামকরণ! কবিতা লিখে নাম জানালেন নতুন বাবা

অবশেষে অপেক্ষার অবসান হয়েছে শনিবারই। ঘর আলো করে এসেছে নতুন অতিথি। এখন খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে। পুত্র সন্তানের মা- বাবা হলেন ঋদ্ধিমা, গৌরব। দাদু হলেন সব্যসাচী চক্রবর্তী। এখন সুস্থই রয়েছেন মা ও সদ্যজাত। এবার জন্মের একদিন পরেই নামকরণ করা হল একরত্তির।

এ দিন সকালে সোশ্যাল মিডিয়ায় এক কবিতার মাধ্যমে নিজের সদ্যজাত সন্তানের নাম প্রকাশ করেন গৌরব। নামে রয়েছে একদম বাঙালিয়ানার ছোঁয়া। গভীর মানেও রয়েছে নামের। এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।

এদিন গৌরব তাঁর পোস্টে লেখেন, “গতকাল, আমাদের জগতে নতুন আলোর ছটা এসেছে। এক পুত্রসন্তান, আর গুচ্ছ গুচ্ছ আনন্দ ও অসংখ্য সম্ভাবনা। তার জীবনপথ যেন জ্ঞান এবং ভালবাসায় ভরে ওঠে। সে নিজে যেন নিজের পথ খুঁজে পায়। নিজের গল্প যেন নিজেই লেখে। পৃথিবীতে একটা দাগ রেখে যায়। ধীর, আমরা তোমায় ভালবাসি”। অর্থাৎ ছেলের নাম রেখেছেন তাঁরা ‘ধীর’।

গতকাল শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঋদ্ধিমা। সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের এক মেয়ে। এবার গৌরব হলেন পুত্র সন্তানের বাবা। নতুন অতিথি আসায় দারুন খুশি পরিবারের সকলেই।

সম্প্রতি প্রয়াত মায়ের ছবি পাশে নিয়ে বসেই সাধ খাওয়ার ছবি দিয়েছিলেন ঋদ্ধিমা। পাশে ছিলেন তাঁর শ্বশুর এবং বাবা। তাঁরা দু হাত ভরে আশীর্বাদ করছেন তাঁকে। আর সামনে সাজানো রয়েছে রকমারি পদ। গৌরব জানান, ঋদ্ধিমার পছন্দের সব পদই রাখা ছিল পাতে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল সেই ছবি।

Back to top button