বিনোদন

চলতি মাসেই আসবে নতুন অতিথি! কীভাবে স্ত্রীর যত্ন নিচ্ছেন গৌরব?

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা মাত্র। শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে ঋদ্ধিমা ও গৌরবের ঘরে। এপ্রিলেই খুশির খবর দিয়ে তাঁদের সংসারে তৃতীয় ব্যক্তি আসতে চলেছে বলে জানিয়েছিলেন তারকা দম্পতি। জানা গিয়েছে সেপ্টেম্বরেই অপেক্ষার অবসান হতে পারে। এবার তাঁর স্বামী গৌরব কেমন খেয়াল রাখছেন তাঁর সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋদ্ধিমা।

এই অবস্থায় বর কতটা খেয়াল রাখছে জিজ্ঞেস করলে হবু মা জানান, “সত্যি বলতে আমার জন্য অনেক কিছু করছে। খুব খেয়াল রাখছে আমার। ভীষণভাবে যত্ন নিচ্ছে। এই যে সবসময় আমার পাশে আছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি”।

এই সময়ে একটু বেশিই যত্নে থাকতে হয় সব হবু মায়েদের। তার কতটা যত্ন নিচ্ছেন স্বামী গৌরব? সেই প্রসঙ্গে তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে জানিয়েছিলেন, “খুবই আনন্দদায়ক সময় এটা আমাদের জন্য৷ চেষ্টা করছি ওকে যত্ন করার। একটু বেশি প্যাম্পার করার। ঋদ্ধিমার অবশ্য না হয় মুড সুইং, না হয় কোনও বিশেষ খাবার ইচ্ছা! তবু তার মধ্যেও চেষ্টা করছি।’’

সম্প্রতি প্রয়াত মায়ের ছবি পাশে নিয়ে বসেই সাধ খেলেন ঋদ্ধিমা। পাশে রয়েছেন তাঁর শ্বশুর এবং বাবা। তাঁরা দু হাত ভরে আশীর্বাদ করছেন তাঁকে। আর সামনে সাজানো রয়েছে রকমারি পদ। গৌরব জানান, ঋদ্ধিমার পছন্দের সব পদই রাখা ছিল পাতে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল সেই ছবি।

আবার কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছিলেন গৌরব। সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আদুরে মুহূর্ত। দেখা যাচ্ছে কালো পোশাকে একেবারে মোহময়ী লাগছে ঋদ্ধিমাকে। স্পষ্ট তার বেবিবাম্প। অপরদিকে সাদা শার্ট পরে তাঁকে পেছন থেকে জড়িয়ে আছে গৌরব। ছবির ক্যাপশনে লেখা, “You+me=three”।

২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন গৌরব এবং ঋদ্ধিমা। যদিও তার আগে সাত বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। তাঁদের সম্পর্কের বয়স ১২ বছর। ইন্ডাস্ট্রিতে ‘হ্যাপি কাপল’ বলেই পরিচিত তাঁরা।

Back to top button