সিরিয়াল

শুটিং করে ক্লান্ত! বিদায় জানিয়েছেন ‘গৌরী এল’কে, এখন কী করতে চান মোহনা?

সবে মাত্র শেষ হয়েছে গৌরী এল ধারাবাহিক। তাই আপাতত বিরোধীতে রয়েছেন ধারাবাহিকের নায়িকা মোহনা। তবে এরপর কী করবেন তিনি? সম্পর্কে এক সংবাদ মাধ্যমকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে সে।

নাচের রিয়েলিটি শো থেকেই উঠে এসেছে মোহনা। গৌরী এলো ধারাবাহিক দিয়ে তার হাতে খড়ি। একেবারে এই ধারাবাহিকে একাত্ম হয়ে গিয়েছিলেন তিনি। তাই শুটিংয়ের শেষের দিন কেঁদে ভাসিয়েছিলেন সকল কলাকৌশলীরা। তবে এবার আপাতত কোন কাজ করছেন না তিনি।

মোহনা জানিয়েছেন, “টানা দেড় বছর শুটিং করে আপাতত ক্লান্ত। আগে একটা ট্রিপের প্ল্যান হয়েছে। ঘুরতে যাব। তারপর এসে ভাবব কী করা যায়। এখনও সে রকম ভাল কিছু অফার নেই। যদি থাকে করব”।

তবে টালিগঞ্জের গুঞ্জন, অন্যান্য প্রতিদ্বন্দ্বী চ্যানেলের কাছ থেকে সিরিয়ালের প্রস্তাব আসছে তার কাছে। তবে সেই প্রস্তাব গ্রহণ করে মোহনা অন্য চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেন নাকি জি বাংলার ঘরেই থেকে যান সেটা অবশ্য সময় বলবে।

Back to top button