সিরিয়াল

শেষ সময়ে বড় রহস্যের মুখোমুখি গৌরী! অন্তিম লগ্নে কী হতে চলেছে ‘গৌরী এল’তে?

বেজে গিয়েছে বিদায় ঘণ্টা। একেবারে শেষের মুখে গৌরী এল ধারাবাহিক। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ দিনের শুটিং। তবে শেষ লগ্নে দেখা যাচ্ছে একেবারে রহস্যে মোড়া এই অন্তিম পর্ব। ২৪ নভেম্বর সম্প্রচারিত হবে শেষ পর্ব।

ইতিমধ্যেই শেষ এপিসোডের কিছু ঝলক সামনে এসেছে। আগেই দেখানো হয়েছে রসময়ের আক্রমণে গুরুতর আহত তারা। এবার প্রশ্ন উঠছে, তারাকে অসুস্থ হতে দেখে কি ভগবানে বিশ্বাস ফিরবে ঈশানের? কীভাবে রসময়ের পাপের বিনাস করে গোটা পরিবারকে বাঁচাবে গৌরী? এদিকে আবার গৌরী শেষ সময়ে এসে তাঁর জীবনের সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি হবে।

প্রসঙ্গত, গৌরী এলো ধারাবাহিক দিয়ে হাতে খড়ি হয়েছে সিরিয়ালের গৌরী তথা মোহনার। একেবারে এই ধারাবাহিকে একাত্ম হয়ে গিয়েছিলেন তিনি। তাই শুটিংয়ের শেষের দিন কেঁদে ভাসিয়েছিলেন সকল কলাকৌশলীরা। তবে এবার আপাতত কোন কাজ করছেন না তিনি।

মোহনা জানিয়েছেন, “টানা দেড় বছর শুটিং করে আপাতত ক্লান্ত। আগে একটা ট্রিপের প্ল্যান হয়েছে। ঘুরতে যাব। তারপর এসে ভাবব কী করা যায়। এখনও সে রকম ভাল কিছু অফার নেই। যদি থাকে করব”।

অন্যদিকে, বিশ্বরূপ ওরফে ঈশান বলেন, ‘একটা চরিত্র শেষের পর অন্য একটা চরিত্রে নিজেকে ঢেলে নিতে একটু সময় লাগে। সেই সময়টা আমি নিজের গ্রাম পুরুলিয়ার মানুষদের জন্য কিছু করতে চাই।’

Back to top button